আমাদের কথা খুঁজে নিন

   

বিজয় দিবসে আমার আক্ষেপ



আজ বিজয় দিবসের চার দশক এ দাড়িয়ে মুক্ত আকাশের দিকে চেয়ে থেকে ভাবতে থাকি স্বাধিনতা কি? মানসিক দ্বন্দে থাকতে থাকতে আর পারছি না। জন্মের পর যখন বুঝতে শিখেছি তখন বাড়িতে হারমনিয়াম এ বাবা র মুখে গান, ঘরে ঝুলান শেখ মুজিব এর ছবি জয় বাংলা স্লোগান, আর কোরানের কথা শুনতে শুনতে বেরে উঠেছি। আগে থেকেই বাবা ধর্ম প্রান ছিলেন। বাবা মুক্তি যুদ্ধ যাওয়ার সময় তাদের দল টা যেতে পারেনি। কিন্তু আমাআদের বাড়িতে মুক্তি ্যোদ্ধারা নিওমিত আশ্রয় নিত।

তাদের সব রকম সাহায্য করেছেন। কিন্তু কি কারনে জানি বাবা কিছুদিন আগে জামায়েত ইসলামি তে যোগ দেন। এতে আমার চাচা খুবি রেগে যান কিন্তু বড় ভাই কে কিছু বলার সাহস তার ছিল না। বাবা কে আমি জিজ্ঞেস করলে বলে যে এদের মানুষ গুল ভাল। আমিও খেয়াল করেছি অন্নান্য দল যে গুল আছে তাদের নেতাদের তুলনায় তারা ভাল।

কারন আমাদের এলাকাতে আমি অন্নান্য দলের নেতাদের যে কীর্তি দেখেছি তাতে আর কছু বলা গেলেও ভাল বলা যায় না। তারপরও ৭১এর মুক্তি যুদ্ধের কথা যখন মনে করি, ঐ ইতিহাস যখন দেখতে পাই তখন তাদের কে কিছুতেই মানুষ হিসেবে ভাবতে ইচ্ছা করে না। এমনিতেই আমার বাবা ডাক্তার হিসেবে এলাকার মানি লোক, তাকে এখন পর্যন্ত কোন দুর্নিতি করতে দেখিনি। আমার মা চাক্রি করেন সামান্য ক টা টাকা দিলেই তিনি নিজের যায়গায় থাকতে পারতেন কিন্তু আমার বাবা তা কখন করেন নি। বাবার বন্ধু স্বাধীনতার পর নকল মুক্তি যোদ্ধার সনদ নিয়ে আজ এলাকার মাঝে মুক্তি যোদ্ধা ।

তাকে তখন নিতে বলেছিল কিন্তু তিনি তা নেননি। বাবা আমাকে মুক্ত চিন্তা করতে শিখিয়েছেন। কিন্তু তিনি এটা কি করলেন? ঐ দলের সাথে তার সংস্রব আমি মানতে পারছি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.