আমাদের কথা খুঁজে নিন

   

বিজয় ৭১, বিজয় দিবস ০৯ (পুঁথি)

সৃজনশীল সাহিত্যের শৈল্পিক প্রয়াসে নিমগ্ন একজন প্রকাশক

(কৈফিয়ত- জানিনা কি হলো এটা! মনে এলো লিখলাম,পোষ্টও দিলাম।ব্যাস) লজ্জা নাহি, শরম নাহি, ব্যাথা লাগে মনে কেমন সন্তান হইলাম রে ভাই, স্বাধীন বাংলাদেশে? জনগণের কষ্টের টাকা নেতা সেজে ভাই পাচার করে বিদেশেতে, লজ্জা ওদের নাই। গাড়ি বাড়ি অট্রালিকা সবই বিদেশেতে ছেলে মেয়ে সবাই তাদের আছে বিলাতে তে। লজ্জা নাহি, শরম নাহি, ব্যাথা লাগে মনে কেমন সন্তান হইলাম রে ভাই, স্বাধীন বাংলাদেশে? স্বাধীনতার জন্য রে ভাই ত্রিশ লক্ষ প্রাণ হাসতে হাসতে জীবন দিল, রাখলো দেশের মান, সেই দেশেরই জনগণ রাজাকারের বাক্সে ভোট দিয়া কয় দেশ চলিবে, তাদের ইচ্ছা মতে। লজ্জা নাহি, শরম নাহি, ব্যাথা লাগে মনে কেমন সন্তান হইলাম রে ভাই, স্বাধীন বাংলাদেশে? একাত্তরের রাজাকারের গাড়িতে যে ভাই বীরর্দপে উড়িতেছে দেশের পতাকাই, যদি এমন দৃশ্য দেখে কোন মুক্তিযোদ্ধা কখনো কি ভাবিয়াছি তাঁহার কষ্টের কথা? লজ্জা নাহি, শরম নাহি, ব্যাথা লাগে মনে কেমন সন্তান হইলাম রে ভাই, স্বাধীন বাংলাদেশে? সালটা যদি হইতো এখন ৭১ এর মার্চ কয়জন হইতাম মুক্তিযোদ্ধা, কয়জন রাজাকার? ভুইলা গেছি পূর্ব পুরুষেরই বীর গাঁথা দেশের জন্য হাসতে হাসতে প্রাণ দিত যাঁরা, অথচ সেই দেশের সন্তান নির্লজ্জ বেহায়া স্বার্থের জন্য দেশ বেচিতে করি নাতো দ্বিধা। লজ্জা নাহি, শরম নাহি, ব্যাথা লাগে মনে কেমন সন্তান হইলাম রে ভাই, স্বাধীন বাংলাদেশে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.