আমাদের কথা খুঁজে নিন

   

জঙ্গি দমনের নামে নাটক সাজানোর অভিযোগ র্যাবের বিরুদ্ধে : ইসলামী ঐক্যজোট নেতা মুফতি ইজহার গ্রেফতার



ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ও চট্টগ্রাম নগরীর লালখান বাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীকে গতকাল বিকালে গ্রেফতার করেছে র্যব। সংবাদ সম্মেলনে র্যাবের বিরুদ্ধে জঙ্গি দমনের নামে নাটক সাজিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ বেশকিছু অভিযোগ আনার পর পরই তাকে গ্রেফতার করা হলো। দুপুরে তিনি তার মাদ্রাসায় র্যাবের সাম্প্রতিক একটি অভিযান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ১২ ডিসেম্বর চট্টগ্রামের রাউজানের দুর্গম এলাকায় হরকাতুল জিহাদের (হুজি) ট্রেনিং শিবিরের সন্ধান ও সেখান থেকে হুজির ৫ নেতাকে গ্রেফতারের ঘটনা ছিল র্যাবের সাজানো নাটক। এই ৫ জন কোনো জঙ্গি নয়। তাদের মাসাধিককাল আগে দেশের বিভিন্ন এলাকা থেকে অপহরণের পর জঙ্গি শিবির থেকে গ্রেফতার দেখিয়েছে র্যাব।

সংবাদ সম্মেলনে এই বক্তব্য দেয়ার ঘণ্টাখানেক পর বেলা ২টার দিকে র্যাবের শতাধিক সদস্য লালখান বাজার মাদ্রাসা ঘিরে ফেলে। তারা মাদ্রাসার ভেতরে প্রবেশ করে ব্যাপক তল্লাশি চালায়। প্রায় দুই ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে তারা কোনো কিছুই উদ্ধার করতে পারেনি। এ সময় মাদ্রাসার কয়েকশ’ শিক্ষার্থী বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভের মুখে বিকাল ৪টার দিকে র্যাব সদস্যরা মুফতি ইজহারকে কালো কাঁচে ঘেরা একটি গাড়িতে করে নিয়ে চলে যায়।

অভিযান চলাকালে র্যাব চট্টগ্রামের কমান্ডার লে. কর্নেল সাজ্জাদ হোসাইন উপস্থিত ছিলেন। সুত্র: আমার দেশ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.