আমাদের কথা খুঁজে নিন

   

জঙ্গি তৎপরতা থেমে নেই



সম্প্রতি ময়মনসিংহের ভালুকা উপজেলার গহিন জঙ্গলের এক কওমি মাদ্রাসায় প্রশিক্ষণরত অবস্থায় 26 ইসলামী জঙ্গি গ্রেফতারের ঘটনা আবারো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, সরকারের জঙ্গিবাদ বিরোধী অভিযানের মধ্যেও এদেশে জঙ্গি তৎপরতা থেমে নেই। দুই শীর্ষ জঙ্গি নেতা শায়খ আবদুর রহমান ও বাংলাভাইকে গ্রেফতার করে সরকার যে আত্দতৃপ্তির ঢেঁকুর তুলেছিল তার অসারতাও এর মাধ্যমে প্রমাণিত হলো। একটি বিষয় লক্ষ্য করা দরকার, ওই জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছিল একটি কওমি মাদ্রাসায়। এটি কোনো নতুন তথ্য নয়, দেশের অনেক ধমর্ীয় প্রতিষ্ঠান বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের কিছু মাদ্রাসা জঙ্গি তৎপরতার ঘাঁটি হিসেবে ব্যবহূত হচ্ছে অনেক দিন ধরে। বাংলাদেশে জঙ্গিরা ইতিমধ্যে অনেক রক্তাক্ত অধ্যায়ের সৃষ্টি করেছে। সরকারও এ নিয়ে কম টালবাহানা করেনি। এ ব্যাপারে এখনো সরকারের অবস্থান স্পষ্ট নয়। বাংলাদেশে জঙ্গিদের কর্মকা- সম্পর্কে আন্তর্জাতিক অঙ্গনে যে ধারণা রয়েছে তা আমাদের জন্য মোটেও সুখকর নয়। জঙ্গি তৎপরতা রোধের জন্য আরো ব্যাপক ও আন্তরিক উদ্যোগ নেওয়া দরকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.