আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতার স্মৃতিকথা-২



আড়াই ঘন্টা আগেই বিজয় দিবসের শুভকথা জানাই সবাইকে। স্বাধীনতার ৪০ বছর পেরিয়ে গেল একটি জাতির জীবনে। কিনতু অর্থনৈতিক মুক্তি আদৌ পাবে কিনা খেটে খাওয়া মানুষ গুলো আজও জানেনা। গতকাল ব্যাংকার বন্ধুবর আজাদ সম্প্রতি তার মালয়েশিয়া সফরের অভিজ্ঞতর কথা বলছিল-৬০এর দশকের মালয়েশিয়া,বাংলাদেশ আর আজকের মালয়েশিয়া-বাংলাদেশ পার্থক্য যোজন ব্যাপী। কেবল মাত্র নেতৃত্বের দূরদর্শিতার ফলেই ৬০ দশকের সেই পিছিয়ে থাকা মালয়েশিয়া আজ বাংলাদেশের জন্য মডেলে পরিণত হয়েছে।

তাদের পরিকল্পিত আরবানাইজেশন ,কমিউনিকেশন সিসটেম , আইনের প্রতি শ্রদ্ধা, দেশপ্রেম তাদেরকে প্রথম সারির দেশে উন্নীত করেছে। আর আমরা পেয়েছিজনসংখ্যাধিক্যে দূনীর্তিতে প্রথম স্থান করা অপরিকল্ফিত লক্ষ্যহীন এক আজব দেশ। যারা ৪০ বছরের স্বাধীনতায় কেবলই অন্যকে দোষারোপ করে ক্রেডিট নিতে ব্যস্ত। আর রাষ্ট্রের সম্পদে রাত শেষে সকালে কোটিপতি হবার স্বপ্নেবিভোর। স্মৃতির খেরোখাতার শুরুটা করলাম হতাশা দিয়ে।

যাহোক, অবশেষে নানার বাড়িতে আসলাম। এসেই শুনলাম কামানের গোলার আঘাতে পাশের বাড়ির বউয়ের উরু ক্ষতিগ্রস্ত হয়েছে, নানাবাড়ির একটা লোহার চেয়ার ফুটো হয়ে গেছে ইত্যাদি। একদিন সকালে বাড়ির সবাই দেখি দৌড়ে পালাচ্ছে, আমিও তাদের সাথে দৌড়াতে থাকলাম। অবশেষে গ্রামের পেছনে বিলের মধ্যে যে যার মত জমির আইলে আত্মগোপনে ব্যস্তঅ ওদিকে মাথার উপরে বিমানের চক্রর। দৌড়ের কারণ ছিল পাকিস্তানী আর্মির আগমন।

আমরা নানার ইটভাটার মধ্যে লুকিয়ে রইলাম। বেশ কয়েকঘন্টা পর এক এক করে মানুষ মাথা তুলে অবস্থা জানার চেস্টা করল, কেউ একজন জানাল ওরা আসেনি। তখন সবাই যে যার মত বাড়ি ফিরে আসলাম । মজার বিষয় ছিল তখন অনেকের হাতেই বিভিন্ন আকারের পোটলা ছিল যে গুলো প্রানের ভয়ের মধ্যেও কেউ হাতছাড়া করেনি। সেদিন এক নতুন জীবনপেয়েছিল গ্রামবাসি।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.