আমাদের কথা খুঁজে নিন

   

বেইজিং ওয়াটার পার্ক।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

আমার স্বপ্ন সত্যি হলে তা আপনাদের নিকট কেমন লাগবে তা বলতে পারব না তবে চাইনিজদের স্বপ্ন সত্য হলে তা মনে হয় সবার কাছেই ভাল লাগবে। কারণ তাদের বাস্তবিক কর্মকান্ডই প্রমাণ করে চাইনিজরা তাদের দেশ নিয়ে কেমন স্বপ্ন দেখে। ২০০৮ সালের ওলেম্পিক আয়োজন কিংবা ২০১০ সালের এশিয়ান গেমস আয়োজন করে সেটা তারা প্রমান করে দিয়েছে। আজ আমরা জানব বেইজিংএর 'ওয়াটা পার্ক' সমন্ধে।

যা আমার নিকট স্বপ্ন সত্যি হওয়ার চেয়ে অদ্ভুত মনে হয়েছে। ---- বেইজিং ওয়াটার পার্কঃ- ১২০০০ স্কয়ার মিটারের আয়তন নিয়ে তৈরি করা হয়েছে বিশ্বের অ্ন্যতম বেইজিং ওয়াটার পার্ক। যা পরিচালনা করতে বৎসরে খরচে হয় ৫১ মিলিয়ন আমেরিকান ডলার। এটাকে মুলত কৃত্তিম সমুদ্রের ন্যায় তৈরি করা হয়েছে। যেখানে ব্যাবস্থা করা হয়েছে কৃত্তিম ঢেওয়ের।

কখনো বৃস্টি কিংবা হটাৎ কিকট শব্দে বয়ে আসে ঝড়ো হাওয়া। সব মিলিয়ে যতটুকু সম্ভব প্রকৃতির সাথে সাদৃশ্য রাখার চেষ্টা করেই তৈরী করা হয়েছে বেইজিং ওয়াটার পার্ক। পার্কের ভিতর আছে বিভিন্ন ধরণের খেলনা/রাইড ১৩টি ওয়াটার স্লাইড। আরো আছে স্পা। সমুদ্র তলদেশের ন্যায় এখানেও রাখা হয়েছে শেওলার ন্যায় বস্তু সামগ্রি, মাছ, বিহিন্ন ধরনের সাপ ইত্যাদি ইত্যাদি।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.