আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তির মন্দির



মুক্তির মন্দির সপানতলে কত প্রাণ হল বলিদান, লেখা আছে অশ্রুজলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ঐ শিকলভাঙা তারা কি ফিরবে আর সুপ্রভাতে? যত তরুণ অরুন গেছে অস্তাচলে ।। যারা স্রর্গ গত তারা এখনো জানে, সর্গগের চেয়ে প্রিয় জন্মভূমি এসো ষদেশ ব্রতের মহাদীক্ষা লভি সেই মৃতুণ্জয়ীদের চরণ চুমি। যারা জী্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা। সেই রক্তকমলে গাঁথা মাল্য খানি, বিজয় লক্ষে্দেব তাদেরই গলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।