আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় ঢাকনা খোলনা পাখনা.............

I am waiting for someone and I know she will ever come. ঢাকা এসে স্বপ্ন ঢাকা পড়েছে। তাই ঢাকা স্বপ্ন ফঁকা করার জন্য ঢাকনা তুলে পাখনা জাপটানো জরুরী হয়ে পড়েছে। মাঝে মাঝে আমি খুব বিস্মিত হই। এতো বছর যেখানে আমার আনার্স জীবনের সবটুকু সময় কাটলো। হাসি খুসি আর নিটোল স্বচ্ছ বন্ধুত্বে প্রায় ছয় বছর অতি বাহিত হলো।

সেই রংপুর শহরকে মনেই পড়ে না। কেন মনে পড়ে সেটা ভেবে আমি খুব অবাগ হই…? অথচ রংপুর ছাড়ার আগে মনে হতো রংপুর ছেড়ে দূরে থাকা অনেক কষ্ট হবে। এখন দেখি কষ্ট তো হয় না্। বরং উপলব্ধি হয় রংপুরের সময়টাই নষ্ট হয়েছে। তাই নষ্ট সময়ের কষ্ট এখন দীর্ঘদিন বহন করতে হবে ঢাকায় বসে।

তবে এটিও সত্য শেষ পযন্ত ঘর-সংসার আর জীবন কাটবে রংপুর থেকে রংপুর কে ভালোবেসে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।