আমাদের কথা খুঁজে নিন

   

গালিবাজ বনাম গালিবিরোধী ... ... ...



সামুতে এ বিষয়টা এখন আরও স্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে, গালিগালাজ সর্বস্ব ব্লগগুলো এখন ধীরে ধীরে স্পষ্ট বিভাজন তৈরী করছে ব্লগারদের মাঝে। একদল চাইছেন যেকোন ধরণের শব্দ-চয়নের অবাধ স্বাধীনতা, আর অন্যদল চাইছেন শালীনতাময় পরিবেশ। লিরিক বয় নতুন ব্লগার, কিছু বেমক্কা শব্দের জন্য প্রথম ব্লগে দারুণভাবে ধরাশায়ী হলেও, পরবর্তী ব্লগগুলো য় উন্নতির ছাপ আছে। সুমন ভাইয়ের লেখা দুটো ও উল্লেখ করার মত। এছাড়া আরও কিছু অনুল্লেখ্য ব্লগ ও আছে।

কিন্তু দুঃখের বিষয়, কিছু মানুষ ধরেই নিয়েছেন, গালিই ম্যাচিউরিটির একমাত্র প্রকাশক। কারও কারও যুক্তি, "ভাত দে হারামজাদা" বলে রুদ্র মুঃ শহীদুল্লাহ যদি বাহবা পেতে পারেন, নচিকেতা যদি গাইতে গাইতে উচ্চারণ করতে পারেন "... খেলা করে শুওরের বাচ্চা" তাহলে ... 'র বাচ্চা বলার অধিকার ব্লগারদের কেন থাকবেনা? এসব যুক্তি(?!) শুনলে স্কুল জীবনের একটা কথা মনে পড়ে। আমার এক সহপাঠী বাথরুমের দেয়ালে নগ্ন নারীদেহের ছবি আঁকত, আর বলত, পাবলো পিকাসো যদি ন্যাংটো ছবি এঁকে সারা দুনিয়াকে দেখাতে পারেন, আমি ঐ একই কাজ করে ইট্টু মজা নিতে দোষ কি? শ্লীলতা-অশ্লীলতার ডায়লেকটিক অনেক পুরনো। সেসব তর্ক নাহয় ছেড়েই দিলাম। কিন্তু স্থান-কাল-পাত্র-জ্ঞান বলেও ত একটা কথা আছে! (এই রে, সেরেছে, এবার "জ্ঞান" শব্দ উচ্চারনের অপরাধে হয়তো অনেকে তেড়ে ফুঁড়ে আসবেন!) বড়ভাইরা, জ্ঞান দেবার দুঃসাহস আমি দেখাইতে চাইনা।

কিন্তু কি জানেন, বিশেষ কোন স্থানে যাওয়ার সময়, সবচে নিঃস্ব লোকটিও তার সাধ্যমত ভাল পোশাকে যায়। আর সামু তো আমাদের সবচেয়ে বেশী বিশেষণে বিশেষায়িত সুবিশেষ বাংলা ব্লগ! এখানে কথাগুলো একটু, স্রেফ ইট্টু মার্জিত হলে কি দেশ ও জাতির অপূরনীয় ক্ষতি হয়ে যাবে? [আগাগোড়া লেখায় চেষ্টা করেছি কাউকে ব্যক্তিগত আক্রমণ না করবার, অন্তত সচেতনভাবে। তবুও অসাবধানতাবশতঃ যদি কারও কোন কথা "ব্যক্তিগত আক্রমণ" এর পর্যায়ে গেছে এমন মনে হয়, তবে আন্তরিকভাবে দুঃখিত। ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.