আমাদের কথা খুঁজে নিন

   

গালিবাজ কে?

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

ধরুন কেই আমাকে বললো - আপনি একটা রাজাকার। এটা কি গালি হবে? হয়তো হবে বা হবে না। নির্ভর করে কে গালিটা দিলো। এই বিষয়ে আগেও বলেছি "কুত্তার বাচ্চা" কে পরিচয় করিয়ে দিতে গেলে যদি গালি হয়ে যাবে ভেবে ইংরেজী ব্যবহার করি বা সারমেয় শাবক বলি তাতে কি কোন বিশেষ আসে যায়। এখন কথা হলো ব্লগে কে গালি বাজ, কারা গালি দেয়? কয়েকদিন যাবত একটা নিক দেখলাম "আমি রাজাকার" নিয়ে বিভিন্ন বিতর্ক তৈরী করছে।

৩০ লক্ষ শহীদের রক্তের উপর দাড়িয়ে একজন যথন রাজাকার হিসাবে সদ্মম্ভে শহীদদের অপমান করে - সেটা কি গালি হয়? হয় তো হয় না - কাদের জন্যে যারা নংপুষ্ক - যারা পলায়নপর মনোবিত্তির পোষন করে। আর আমি যদি বিশ্বাস করি - দেশ আমার চেয়ে বড় - যা বিশ্বাস করেই ৩০ লক্ষ মানুষ আর ২ লক্ষ নারী তাদের সর্বোচ্চ ত্যাগ করেছে - যদি একটু ভালবাসা থাকে দেশের জন্যে - ইতিহাসের দায়বদ্ধতা আর ভবিষ্যত প্রজন্মের জন্যে একটা মুক্তচিন্তার দেশ রেখে যাওয়া কোন সামান্যতম অঙ্গীকার থেকে থাকে - তাহলে একজন রাজাকার পরিচয়দানকারীর প্রকাশ্যে দম্ভিক উচ্চারনই হবে তার কাছে সবচেয়ে নিকৃষ্ট গালি। এতো গেল গোপন নিকে আমাদের জন্যে সামগ্রিক গালিবর্ষন প্রক্রিয়ার কথা। এর উপরে আছে সুধাসদ, সুরবাংলা, সোনারবাংলা আর কিছু নিকের প্রতিনিয়ত সুনির্দিষ্ট গালাগালি। এস্কিমো আবাল - এটা সোনার বাংলা নামক ব্লগার কমপক্ষে ১০০ বার বলেছে।

আর এস্কিমোর সাথে যৌন সম্পর্ক করার ইচ্ছা ব্যক্ত করেছে অনেকে। ( এস্কিমোকে ্দি)র মতো কথা বহুবার শুনতে হয়েছে। এমনকি সুশীল ব্লগাররাও এই কাজ করেন। ব্যক্তিগত ভাবে আমি গালিকে তেমন গুরুত্ব দেই না। বিশেষ করে গালিকে ধরে নেই - একজন রাগাম্বিত মানুষের সাময়িক আবেগের প্রকাশ মাত্র।

কিন্তু যখন পরিকল্পিত ভাবে ৩০ লক্ষ মানুষের আত্নত্যাগকে অপমানিত করা হয় - সেটা সহ্য করা কঠিন। এবার দেখি বাস্তবিক ভাবে রাজাকারদের কিভাবে নিরাপত্তা দিয়ে গালাগালির সুযোগ করে দেওয়া হয়। কুখ্যাত রাজাকার কামরুজ্জামানের ছেলে ব্লগে আসে শুধু সবাইকে মিথ্যাবাদী প্রমান করার জন্যে। পৃথিবীতে কি আর একটা দেশের উদাহরন দেওয়া যাবে যেখানে যুদ্ধাপরাধীরা প্রকাশ্যে ভিকটিমদের মিথ্যাবাদী বলার মতো কোন প্লটাফরম পেয়েছে? সব সম্ভবের দেশে আরেকটা বিশ্বাচার্য "সামহোয়ার ইন" সেই ব্যবস্থা করেছে বিশেষ সুবিধাসহ )কমেন্ট মড়ারেশনের নামে। হায় আমার গুলিবিদ্ধ ছটফটিয়ে মরে যাওয়া রাজারবাগের পুলিশ ভাই, হায় আমার পিলখানার বিডিআর, হায় শহীদ বীর শ্রেষ্ঠ গন ...আমাদের ক্ষমা করুন।

সেই রাজাকার পুত্র যে শুধু বাইরের মুক্তিযুদ্ধাদের মিথ্যাবাদী বলছে তা না কিন্তু - সুস্পষ্ঠ ভাবে সে ব্লগে যারা মুক্তিযুদ্ধের পক্ষে সরব তাদেরও মিথ্যাবাদী বলে গালি দিচ্ছে: সে পোস্টে বলছে - " মুক্তিযুদ্ধের নামে এই ব্লগেই কত মিথ্যাচার আর অনাচার হয়। " এই গালিবাজ যে শুধু একজনকে গালি দিচ্ছে তানা - সে পাইকারীভাবে সব মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে গালি নিয়ে বহাল তবিয়ে ব্লগিং করে অন্যদিকে তারই কিছু সাগরেদ গালাগালির ধূয়া তুলে মুক্তিযুদ্ধের পক্ষের ব্লগারদের ব্যান চাইছে। একটা কথা স্পস্ট করে বলতে চাই - সামহোয়ার ইনের আরো দশটা সংগঠনের মতো সামাজিক দায় বদ্ধতা আছে। আজ হয়তো রাজাকারদের প্রমোট করে কিছু সুবিধা পেতে পারেন - কিন্তু সার্বিক ভাবে রাজাকার প্রমোট করা আমাদের ইতিহাস আর শহীদের অপমান করার শামিল। এটা বুঝতে অসুবিধা হলে - দেওয়ালে লেখার দিকে চোখ রাখুন।

দালাল আর দালালদের সহযোগীদের ইতিহাসে কোথাও ক্ষমা করা হয়নি। বাংলাদেশেও হবে। সুস্থ সুন্দর ব্লগিং পরিবেশের স্বার্থে ব্লগারদের "মিথ্যাবাদী" হিসাবে গালি দেওয়ার অপরাধে ওয়ালিসহ সকল রাজাকার আর জামাত/শিবিরের মতাদর্শ প্রচার কারী ব্লগারদের থেকে ব্লগ মুক্ত করুন। আইন করে যেমন অন্যায় শাসন স্থায়ী করা যায় না - তেমনি নিয়মনীতি করে দেশের স্বাধীনতা আর মুক্তিযুদ্ধে বিপক্ষের শক্তিকে ইমিউনিটি দেওয়া যাবে না। একজন এস্কিমোকে ব্যান করবেন - একজন অমিকে ব্যান করবেন - এখ্নও সেই ৩০ লক্ষ শহীদের রক্তের উত্তোরাধিকার সবই নির্বিষ হয়ে যায়নি বা মরে যায় নি।

এটা আবেদন না - এটা একটা পরামর্শ.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.