আমাদের কথা খুঁজে নিন

   

পুংটা পোলায় কয় কি !!!!!!!!!!!!

<<মধ্যরাতের হাইওয়ে>>

টিউশনি করতাম ইন্টার লাইফে। তারপর অনেক দিনের গ্যাপ। সত্যি বলতে কি টিউশনি জিনিসটা আমার কাছে চরম বোরিং একটা জিনিস। অথচ এই আমি ইন্টারে পড়া কালে বাসা থেকে নিজে প্রাইভেট পড়ার কথা বলে বের হলেও গিয়ে করাতাম টিউশনি। মাসে ডাবল লাভ !! টিউশনির টাকাও পেতাম অপরদিকে বাপজানের কাছ থেকে প্রাইভেটের টাকাটাও পাইতাম।

আবার প্রাইভেট পড়তে যাওয়ার কনভেন্সতো আছেই!! আহা হা !! কোথায় সেই দিনগুলি? লাভের উপর লাভ !! যাই হোক এই টিউশনি ছাইড়া দিলাম বহুদিন। গত দু'মাস আগে পাশের আ্যাপার্টমেন্টের এক আঙ্কেল ডেকে বলল, বাবা পড় কোথায়? কি আশু বিষয়- জানতে চাইল। বললাম যা বলার। পরে বলে , বাবা আমি এখানে নতুন আসছি। কারও সাথে পরিচয়ও নাই।

ছেলের বার্ষিক পরীক্ষাও সামনে । তোমার যদি একটু সময় হয়। কেন জানি আর না করতে পারলাম না। হ্যা বলে দিলাম। তবে সাথে এটাও বলে দিলাম শুধু বার্ষিক পরীক্ষা পর্যন্ত।

আমার অভ্যাস হল একটু গল্প করে পড়ানো। যাতে স্টুডেন্ট ফ্রি লী সব বলতে পারে। কোন জড়তা না থাকে। আজকা আমার স্টুডেন্ট যা কইল, হুইনা তো আমি পুরাই টাসকি। পড়ার মাঝে আমারে কয়, "ভাইয়া, পরীক্ষার পর তো আমাদের ক্লাস পার্টি আছে।

তো কি ড্রেস পরে যাব? ইউনিফর্ম না নরমাল ড্রেস?" আমি বললাম , তোমাদের টিচাররা যেটা পরে যেতে বলবে সেটাই পরে যাবা। স্টুডেন্ট কয় , আমার দুইটা বন্ধু আমাকে বলছে নরমাল ড্রেস পরে যেতে। আমি বললাম, বন্ধু না বান্ধবী?? কয়, "ওই একই কথা ভাইয়া। বন্ধু আর বান্ধবীতো একই"!! আমি কইলাম , ও আচ্ছা। পড়ানো শেষে উঠার সময় পুচকা (ক্লাস থ্রি) হাইসা হাইসা আমারে কয়, "ভাইয়া, আপনার কয়টা গার্লফ্রেন্ড ??" হুইনাতো আমি পুরা ব্যাক্কলের লাহান বইয়া রইলাম কতক্ষণ।

পরে কইলাম একটাও নাই। সবচেয়ে অবাক হইলাম এই জন্য যে, কয়টা গার্লফ্রেন্ড?? হায়রে দুনিয়া !! ঈমানে কইতাছি, ক্লাস থ্রি তো নয়ই, আরও অনেক পরের ক্লাসে আইসাও গ্রার্লফ্রেন্ড আর বান্ধবীর পার্থক্য বুঝতে পারি নাই!! যাউকগা এমন দিনে ........, তোমারে আমার খুব মনে পড়তাছে। ক্যান চইলা গেলা? তোমার দেওয়া ছ্যাকা খাইয়া ব্যাকা হইয়া যাওনের পর সোজা হইয়া খাড়াইলাম বহুদিন। মাগার তোমারে তো ভুলতে পারি নাই অহনো। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।