আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি পায়ে পায়ে.......!!!!



বৃষ্টি পায়ে পায়ে...... ঝড়া পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা যা রে...........। এখানে বড়ই ফিকে সব তুই যা যা যা তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে মেঘের গায় হাত বুলায় রংধনুকে চায়..........। আনমনা মেঘ দুরে যায় কেন কে জানে কিছুতেই তার কাছে ধরা দেয় না না না ........... তবুও তার মেঘে উড়ার অন্তহীন টানে ভিজে হাওয়ায় পাখিরা গায় রংধনুকে চায়........। দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায় মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.