আমাদের কথা খুঁজে নিন

   

২০২১ সালের মধ্যে রফতানি আয়ে শীর্ষে থাকবে তথ্যপ্রযুক্তি খাত: সজিব ওয়াজেদ জয়


শফিকুল ইসলাম ও আবু আলী: সিদ্ধান্তহীনতার কারণে কাঙ্ক্ষিত বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হচ্ছে না। প্রশাসনিক দীর্ঘসূত্রিতা সরকারি পরিকল্পনা ও কাজের সমন্বয়হীনতা ও দুর্নীতি বিনিয়োগ প্রবাহকে বাধাগ্রস্ত করছে । গতকাল হোটেল শেরাটনে আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মধ্যাহ্নভোজ সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরো জানান, বাংলাদেশে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অবকাঠামো সুবিধা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এসএ সামাদ বলেন, এদেশে বিনিয়োগ করতে এলে উদ্যোক্তাদের নানাধরনের হয়রানির সম্মুখীন হতে হয়।

তাদের কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে আমাদের কারোরই চাকরি থাকা উচিত নয়। তিনি আরও জানান, ২০১০ সালে তিন বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আসবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কোনো বিদেশি বিনিয়োগকারি চলে যায়নি। এমনকী কেউ লোকসানও করেননি। বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ এখন বেশ ভালো।

আমরা প্রশাসনিক হয়রানি দূর করার চেষ্টা করছি। মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, প্রশাসনিক জটিলতা ও দূর্নীতি বাংলাদেশের বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে। এছাড়া বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার কাজে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় থাকা দরকার। এমন ধরনের বিনিয়োগ নীতি প্রনয়ন করা উচিত যাতে বিদেশি আকৃষ্ট করা সম্ভব হয়। সজীব ওয়াজেদ বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ সঠিক পথেই রয়েছে।

২০২১ সালের মধ্যে রফতানি আয়ে তৈরি পোশাককে ছাড়িয়ে যাবে তথ্যপ্রযুক্তি খাত। এই খাতে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। ট্রানজিট ও আঞ্চলিক যোগাযোগ সম্পর্কে তিনি বলেন, এই সুবিধা প্রদানের ক্ষেত্রে বিএনপি বাংলাদেশকে বিচ্ছিন্ন করে রেখেছিল। দক্ষিণ এশিয়া ও দক্ষিন-পূর্ব এশিয়ার মধ্যে বাংলাদেশের ভৌগলিক অবস্থান হওয়ার সুবিধা এতোদিন নিতে পারেনি বাংলাদেশ। ট্রানজিট ও আঞ্চলিক যোগাযোগ সুবিধা প্রদানের বিষয়টি বর্তমান সরকার চুড়ান্ত করে এনেছে।

২০২১ সালের মধ্যে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় বাংলাদেশ বিশ্বমানে পৌছে যাবে। View this link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।