আমাদের কথা খুঁজে নিন

   

এলিজি

এখানে প্রকাশিত লেখার সত্ত্ব সংরক্ষিত।

তোমার জন্য লিখছি এই সন্ধ্যার নৈঃশব্দ শহরের কোলাহল, রিকশার ঘন্টি, হকারের ডাকের ভেতর অপস্রিয়মান বেশ্যার প্রতি ইঙ্গিত, এসবই এখন দূরের। শুধু নির্জনতার একটি বল্লম তেমার নিকটে পড়ে আছে। দীর্ঘরাত্রিবাসের পর প্রেমিকার প্রতি বিতৃষ্ণা আর তার ভেজা চুলের ঐশ্বর্য চিরকালই পুরুষের প্রেরণা। নিজস্ব রমনী ভেবে গণিকার আশ্রয়ে নিশ্চিন্ত নির্ভরতা পায়না সবাই। যে পায় সে ভাগ্যবান, ঈশ্বর তার বেদনা জানেন। নিমফুলের নরম গন্ধ ছিল তোমার শরীরে আর নৈঃশব্দের বল্লম, সেটিও স্নিগ্ধ, শিশিরভেজা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।