আমাদের কথা খুঁজে নিন

   

পাগলের গান____"অন্তরে বীজ বুনেছিলাম প্রেম-প‌্রীতি-ভালবাসায়...."


পাগলের গান.... কথা,সুর ও কণ্ঠঃ-- ফারুক হোসেন মর্ম মূল কাটিয়া দিলে শাখা মূলের জোড় কোথায় অন্তরে বীজ বুনেছিলাম প্রেম-প‌্রীতি-ভালবাসায়। । বীজ বুনিলাম বৃক্ষ হলো গাছে ধরলো ফল কী সুন্দর দেখিতেছিলো রসে টলমল। । সে ফল খাইবো বলে ভেবেছিলাম সে আর হলো কোথায়া।

। যতন করে মনের ঘরে পুষিলাম তারে বনের পাখি পোষ মানেনা বুঝিলাম পরে। । পাখি খাঁচা ভেঙ্গে গেলো ওড়ে কাঁদে আমার মনোরায়। ।

বুঝলো নারে ওইনা পাখি মনের গহীন ঘর ভালোবাসা ছিলো শুধু অন্তরের ভিতর। । এবার ভেবে বলে এই পাগলে পড়িসনা কেউ প্রেম কূয়ায়। । ৮ আগস্ট ২০১৩ ঈদ-উল-ফিতর।

গানটি খালি গলায় গাওয়ার চেষ্টা করেছিলাম। জানি ভাল হয়নি। তারপরও শুনে দেখতে পারেন। ধন্যবাদ।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।