আমাদের কথা খুঁজে নিন

   

পিরীতি কাঠালের আঠা/জামাত-শিবিরের সমর্থনে পাকিস্তানের যুব সমাজের প্রার্থনা ও হা-হুতাশ!

পিরীতি কাঠালের আঠা, সে আঠা লাগবে পরে ছাড়েনা/গোলেমালে গোলে মালে পিরীত কইরো না-এই বহুল শ্রুত বাংলা গানটিকে সত্য প্রমানিত করছে একদা গোলেমালে পিরীত করা পাকিস্তানীদের যুব সমাজের একটি প্রতিক্রিয়াশীল অংশ, তারা বাংলাদেশের শাহবাগে নতুন প্রজন্মের উত্থানে তাদের জানেমান-দিল ধড়কান-প্যারে-প্যার, জামাতী ও শিবিরের রক্ষা চেয়ে নানান কিসিমে পীর-ফকিরদের জন্যে মানত করা শুরু করেছে! বাংলার শত শত কোটি টাকা দিয়ে তৈরী মঙ্গলা, শুক্কুর আর তারবেলা বাঁধ দিয়ে যে উষর মরুভূমিকে এক দিন তারা সবুজ শস্য ক্ষেত্রে পরিনত করেছিল, বাংলাদেশে তাদের জানেমান জামাত-শিবিরের জন্যে ঝরানো "মানে না মানা" স্টাইলের অশ্রু-প্লাবনে নানান যুদ্ধে ও অন্তর্ঘাতে ভোগা পাকিস্তান এখন নাকি প্রায় আমু দরিয়ায় পরিনত হতে চলেছে! এখন নাকি দিব্য চক্ষে থুড়ি দিব্য কর্নে সেখানে গায়েবী শায়েরী আর খাটক সঙ্গীত আকাশে বাতাসে ধনিত হচ্ছে "একেলে না জানা, হামে ছোড় কর তোম" নাকি মুজেরা বিবি নূরজাহান আর নন-সেন্সরড চীজ নীলো কিসিমে নর্তন কুর্দনে "ধামদ্ধম মাস্কালান্দার"! আমাদের সময় ডট কমে প্রকাশিত এ ধরনের একটি "খবরে" শেয়ার করার লোভ ছাড়তে পারলাম না!কারন এতেই প্রমানিত হয়ে যাচ্ছে যে জামাত-শিবিরের হাড়ির হাল ভেবে পাকিস্তানী জনগণের একাংশ কতটা চিন্তিতঃ নিম্নে খবরটি পড়ুনঃ -------------------------------------- জামায়াতের পক্ষে ফেসবুকে প্রচারণায় পাকিস্তানের যুব সমাজ আমাদের সময় ডট কম ২৫ শে ফেব্রুয়ারী, ২০১৩, সোমবার এ কে আজাদ : জামায়াতের পক্ষে ফেসবুকে প্রচারণায় নেমেছে পাকিস্তানের যুব সমাজ। পাকিস্তান ইয়োথ অ্যালায়েন্স মুভমেন্ট (অফিসিয়াল) নামের একটি পেইজে তারা জামায়াতের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এতে তারা ‘প্রে ফর জামায়াতে ইসলামী বাংলাদেশ’ (বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য প্রার্থনা করুন) লেখা সম্বলিত একটি ছবি আপলোড দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যখন জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে বাংলাদেশের যুব সমাজ তখনই জামায়াতের পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রচারণায় নেমেছে পাকিস্তানের যুবকরা। পাকিস্তান যুব সমাজের ওই পোস্টে রিপোর্টটি লেখা পর্যন্ত ৭৫টি মন্তব্য পড়েছে।

এসব মন্তব্যে বাংলাদেশের যুব সমাজের অনেকে অংশ নিয়েছে। তারা একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠন জামায়াতে ইসলামী ও এর নেতাদের বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছে। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত মা-বোনদের কথা স্মরণ করে দিয়েছে পাকিস্তানি যুবকদের। এ ছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের মানুষদের নির্যাতনের করুণ চিত্র তুলে ধরতে সাবেক ক্রিকেটার ইমরান খানের বক্তব্য সম্বলিত একটি ভিডিও পোস্ট দিয়েছে এক বাংলাদেশি যুবক। এভাবে বাংলাদেশের যুব সমাজ পাকিস্তানি যুবকদের এই পোস্টের প্রতিবাদ করে যাচ্ছে।

বলা যায়Ñ দেশকে এগিয়ে নিতে, দেশের সম্মান রক্ষা করতে ও প্রিয় মাতৃভূমিকে আরেকবার স্বাধীন করতে পাকিস্তানের যুবকদের সঙ্গে এবার যেন সাইবার যুদ্ধে নেমেছে বাংলাদেশের যুবকরা। পাকিস্তান যুব সমাজের ব্যানারে জামায়াতের পক্ষে প্রচারণা চালানো পেইজের লিংকটি হলো: htps://www.facebook.com/photo.php?fbid=620036394688600&set=a.508594409166133.93186642.456970320995209&type=1&theater  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।