আমাদের কথা খুঁজে নিন

   

মশার উত্পাত

কিংকর্তব্যবিমূঢ়

ঢাকা শহরের ঠিক যে এলাকাটায় আমি থাকি তা হলো খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা । জায়গাটি পরিকল্পিত আবাসিক এলাকা। থাকার জন্য ভালো। কিন্তু এখানে আসার পর মশার যে উত্পাত দেখছি তাতে এখানে আমার পক্ষে বাস করা দায় হয়ে দাড়িয়েছে। এখানকার মশা এত উন্নত মানের যে এরা দিন রাত হিসাব করে কামরায় না।

এদের কাছে দিন রাত সমান। কোনো কয়েল , এরোসল, গুডনাইট কাবু করতে পারেনি.। রাত হলেই মশারির ভেতর ঢুকে পরি। শীত পরে ফেন বন্ধ থাকে তাই মশা আরো বেশি। পাশের প্লটটি একটি ডোবা ছিল সম্প্রতি এটি পরিস্কার করায় মশা গুলো এসে আমার বাসায় ঠাই নিয়েছে।

সিটি কর্পোরেশন যদি এলাকায় ডোবা গুলোর মশা নিধনে এগিয়ে আসে তবে খানিক সস্তি পেতে পারি ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।