আমাদের কথা খুঁজে নিন

   

ওস্তাদ, আমি আয়া পড়ছি !

'জীবন' হলো এক কাপ গরম চা আর একটা জ্বলন্ত বেনসনের মতো। গরম চা একসময় জুড়িয়ে যাবে, বেনসনের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।

পৃথিবী নামক গ্রহে আইস্লাম মেলা বছর আগে। অহনে আইলাম পৃথিবীর মইধ্যের আরেক পৃথিবী 'সামহোয়্যারইন ব্লগ'-এ। বিগত কয়েক দিন থেইকাই মনের আনাচে কানাচে এইখানে আসনের একটা চিন্তা উঁকিঝুঁকি মারতাছিল।

অবশেষে আইসাই পড়লাম, ঠেকানো আর গেলোনা। যাউকগা, ফালতু পেচাল বাদ। বেশি কথা কওন আমি পাসান্দ কারিনা, নিজেও কইনা। তয় যে কথা না কইলেই না, সেইটা তো কওনি লাগে, না কইলে কি আর চলে? কি কন? অহনে যামুগা। চিন্তা নাই, আবার আইতাসি।

যাওনের আগে বেবাকের লাইগা জনগুরুত্বসম্পন্ন কিছু বাণী দিয়া গেলাম: বাণী নং ১. ১০০ এবং ৫০০ টাকার ভাঙতি নাই বাণী নং ২. ব্যবহারে বংশের পরিচয় বাণী নং ৩. চলন্ত অবস্থায় চালকের সাথে কথা বলা নিষেধ বাণী নং ৪. পকেট সাবধান

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.