আমাদের কথা খুঁজে নিন

   

ওস্তাদ টান মারেন! টান!.................................



(ওস্তাদ টান মারেন...রোডায়া@মাহবুবুর শাহরিয়ার ) লেখা পড়ে লেখাটা এসেছিল। ওর অসাধারন গদ্যের কাছে কবিতার আঙ্গিকে এটা খুব ছোট্ট এক প্রয়াস)। লিংক: Click This Link শীতের সকালটা কি দারুণ ছিল সেদিন! রোদের সোনালী আভায় চারিদিক ঝলমল। বিশ্ববিদ্যালয়ের কোরিডোরে তরুণ তরুণীদের হাসি,কথার কলতানে আড্ডা জমেছিল বেশ। সব ছাপিয়ে হঠাৎ এক বিস্ফোরণের শব্দ।

কে ফাটালো বোমা এমন সুন্দর সকালে? রাজনীতির সোনার রুপার তামার ছেলেরা? ছুটোছুটি হুড়াহুড়ি! পথের দিকে চোখ গেলো সবার। অজস্র মানুষের মুখ । ট্রাকের চাপায় মিশে গেলো মাথা, তরুণীর এক! “একটু আগেই মেয়েটা ছিলো”এক বৃদ্ধ বলেন। ট্রাকের ধাক্কায় ফুটপাথের পাশেই পড়ে গিয়েছিল মেয়ে। হতবিহ্বল তাকিয়ে ছিল সে! কয়েক পলক!ঘটনার আকস্মিকতা থেকে উঠে আসার মুহুর্তেই ওস্তাদ টান মারেন !টান! নিমেষেই ঘটে গেলো সব।

বৃদ্ধের হাত ছিটকে চলে গেলো মেয়েটির হাত। এখনিতো চোখ জোড়া ছিলো। কিছুটা অস্বস্তি। পড়ে যাবার জন্য। কিছুটা স্বস্তি।

বেঁচে যাবার জন্য। সব থেমে গেলো! কি নাম ছিল ওর? কার বোন গেলো? কোন বাবামায়ের বুকের সন্তান? কার ভালবাসা চোখ ছুঁয়েছিল? ফুটপাতে পড়ে থাকে নিথর শরীর। ভাঙা রিকশার পাশে পড়ে আছে ব্যাগ। ডাইরীর কভারে জাগে হলুদ মেয়ে। সমুদ্র ছুঁয়ে থাকে যাকে।

মুঠোফোনে রিং বাজে,’আয় খুকু আয়” আহত রিকশাওয়ালা পাশে বসে কথা বলে । “ঠিকমত পৌছেছিস মা? মা বলেন। ৩০ মিনিট আগে শেষ দেখা! নাস্তা খেয়েই ক্লাসের জন্য ছুটতে থাকে মেয়ে। ফুটপাথে বসে থাকি। বিস্ফোরোণের শব্দ এবং সেই বিভৎস দৃশ্যটি চোখে থেমে থাকে।

এভাবেই তো কত মানুষ গেলো। (শিশু হামীম,শম্পা,শাহীন আরো কত কে) শুধু একটা কথাতেই………………… “ওস্তাদ টান মারেন!টান! এভাবে আরো কত মৃত্যু পারি দিতে হবে? “নিরাপদ সড়ক হোক সবার জন্য” শুধুই কি শ্লোগান? মৃত্যু তো অমোঘ। হোক তা সময়ের । স্বাভাবিকতায়! বিক্ষোভ প্রতিবাদ ভাংচুর সব হয়। প্রতিবাদী হয় মানুষ বিদ্যুৎ এর দাবীতে।

(দেখতে হবে বিশ্বকাপ ফুটবল। ) কোথায় সেই বিদ্রোহী যারা ভাংচুর করে বদলে দেবে সব? সব অনিয়ম ,দূর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে? প্রতিবাদ। বিক্ষোভ। মিছিল। সব হোক মানুষের নিরাপত্তার জন্য কালকের সকাল হোক “দূর্ঘটনাহীন" ছবির লিংক: Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.