আমাদের কথা খুঁজে নিন

   

প্রয়াত ইমন জুবায়ের স্মরণে : জন কবির এর সিঙ্গেল "অদৃশ্য"

রিজওয়ানুল ইসলাম রুদ্র মানুষ দীর্ঘকাল জেগে থাকে না। মৃত্যু এক পরম সত্য। কিন্তু কিছু মৃত্যু চাইলেও মেনে নেওয়া যায় না... ঠিক তেমনই সামহোয়ারইন ব্লগের অন্যতম জনপ্রিয় ব্লগার ইমন জুবায়ের (জুবায়ের হোসেন ইমন) এর মৃত্যু ছিলো আকস্মিক, অকল্পনীয়। জনপ্রিয় বাংলাদেশি অল্টারনেটিভ ব্যান্ড "ব্ল্যাক" এর লিরিসিস্ট ও "নিউক্লিয়াস" প্রয়াত এই ঋষি ব্লগার স্মরণে গায়ক ও লিরিসিস্ট জন (ইনডালো ব্যান্ড এর ভোকাল ও গিটারিস্ট) "অদৃশ্য" শিরোনামের একটি সিঙ্গেল ডিজিটাল ভার্সনে রিলিজ করেছেন। আজ সকালে জন এর অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এই স্ট্যাটাস দেয়া হয় : Hello everyone here is the song for you to collect and listen, I recommend you to download the highest quality of the song. And its up to you if you want to pay or not, Just write "0" in the price section to download it for free, Enjoy ইমন জুবায়ের স্মরণে "অদৃশ্য" : জন কবির গানটা লিখেছিলেন প্রয়াত ইমন জুবায়ের।

জন তাঁকে স্মরণ করেছেন "অদৃশ্য" গানটার মধ্য দিয়ে, জনের অসাধারণ কণ্ঠ আর মিউজিক কম্পোজিশন শুনলেই সেটা বুঝা যায়। আমাদের ইমন জুবায়ের অদৃশ্য কথা : জুবায়ের হোসেন ইমন ইলেকট্রিক গিটার : জুবায়ের হাসান (ইনডালো) প্রযোজনায় : জন কবির মিক্স ও মাস্টারিং : শুভ বিষণ্নতার গল্পটা লিখেছে কারা আমিতো এই গল্পটা শেষ করিনি পড়া ঘুমের আগে সূর্যোদয় আর আমার এই ক্ষয় আমার এই ভয় একা একা এই সময় এই সময় এর ক্ষত আমার সঙ্গী হয়ে রয় শেষে কে ফিরে যাবে জানি না কারো তো ফেরার পথও থাকে না এত রাতের এই সময় আমার সাথে আমার ভয় আর আমার এই ক্ষয় আমার এই কাতর মুখ অদৃশ্য এই অসুখ গল্পের শেষে ও রয়... ৭০-৮০ এর সফট কোর ধাঁচের গানটার কথায় ও কম্পোজিশনে উঠে এসেছে এক করুণ হাহাকার। যেটা মৃত্যুচিন্তাকে স্পষ্ট করে তোলে মস্তিষ্কের ভেতরে... কী এক করুণ সুর যেন বেজে ওঠে মসজিদ-মন্দির-গির্জায়... ইমন জুবায়ের এর লেখা কথায় জন তাঁর প্রতি নিখাদ ভালোবাসার প্রমাণ দিয়ে দিয়েছেন শেষবারের মতো। তৈরী হয়েছে একটা নিঃসঙ্গ, বিষণ্ন গান। যে গানের প্রতিটা শব্দে আমরা অনুভব করতে পারি ইমন জুবায়ের এর নৈঃসঙ্গতাকে, যা ছিলো তাঁর সৃজনশীল শক্তির আধার।

জন এর অ্যাকুস্টিক গিটারের কাজ অসাধারণ, বেস গিটার বা ড্রামস্ এর সংযোজন ছাড়াও যে একটা গান তৈরী হতে পারে সেটাকে সার্থক করেছেন তিনি। জুবায়ের হাসান এর ইলেকট্রিক গিটার এর কাজটা জ্যাজ ঘরানার। মাত্র কয়েক সেকেন্ডের বাজানোটাও অতুলনীয়। যদিও পুরো কাজটা অ্যাকুস্টিকে করলে একটা "আনপ্লাগড" ভাব থাকতো! যখন জন ব্ল্যাক ব্যান্ডে ছিলেন, গানের জন্য যেতেন ইমন জুবায়ের এর বাসায়। জন এর গিটার কম্পোজিশন শুনে শুনে একটার পর একটা শব্দ বসিয়ে গান লিখতেন নগরঋষি, তারপর... তারপর ইতিহাস! গানের ভেতর দিয়ে এক অসাধারণ নির্লিপ্ত মানবকে স্মরণ, গানটাই যেন এক জীবন্ত এপিটাফ।

শেষে কে ফিরে যাবে জানি না কারো তো ফেরার পথও থাকে না গানটা চাইলে যে কেউ ডাউনলোড করতে পারেন অর্থের বিনিময়ে (মাস্টারকার্ড, ভিসা, আমেরিকান এক্সপ্রেস, পেপ্যাল এর মাধ্যমে)। ফ্রি ডাউনলোডও করতে পারেন। নিখুঁত সাউন্ড এর জন্য সর্বোচ্চ ভার্সন এর সাইজ ৩০.৬ মেগাবাইট। বাংলা গান রিলিজের এই ডিজিটাল মাধ্যমকে স্বাগত জানাই। সেইসাথে সোচ্চার হই পাইরেসির বিরুদ্ধে।

জন ভাইয়াকে অজস্র ধন্যবাদ সুন্দর একটা গান উপহার দেবার জন্য। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.