আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগ হতবাক !

ছবি শাহবাগ মানে প্রতিবাদ, বিস্ময়, তারুণ্য এমনকি বীর্যের প্রতীক। শাহবাগ আমাদের দিয়েছে চেতনা, মজবুত করেছে দেশপ্রেমের ভিত্তি, গড়েছে সৌহার্দের বন্ধন, গোটা বাঙলার মানুষকে নিয়েছে এক পতাকা তলে, বীরের জাতির খেতাব করেছে আরও সমৃদ্ধ। টানা ১৭ দিন নির্ঘুম ছিল এই শাহবাগ যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে। তবে এই দাবিটির সাথে যখন আরও কিছু দাবী যুক্ত হল তখন কেমন জানি এই আন্দোলনটা বিবর্ণ হয়ে গেল। ছাত্রশিবিরের সভাপতি বলেছিলেন যে “ শ্লোগান দেওয়া আর আন্দোলন করা এক কথা নয়” (দৈনিক আমাদের সময় ৯ ফেব্রুয়ারি ২০১৩)।

তখন তার কথাটি জঘন্য মনে হয়েছিল এখনো হয় তবে আগের মত নয়। জামাত যুদ্ধ অপরাধ করেছে কিন্তু ইসলাম কী করেছে? জামাত মানুষ খুন করেছে কিন্তু ইসলাম কী করেছে? অথচ শাহবাগে শ্লোগান হইছে আমার সামনেই ৭ তারিখ বিকাল ৫.৩০ এ যে “ই তে ইসলাম তুই রাজাকার তুই রাজাকার...............” এটা কী রে ভাই? ধর্ম কী দোষ করছে। ধর্মের নাম পুঁজি করেছে জামাত ইসলাম তো কিছু করেনি বা করার রাস্তা দেখায়নি। জামাত নিষিদ্ধ করা উচিৎ তাই বলে ধর্ম! অবাক হচ্ছেন, যে ধর্ম নিষিদ্ধ মানে কী? হ্যাঁ ধর্ম নিষিদ্ধ। কারণ যে নামায পরছে দৈনিক ৫ ওয়াক্ত তাকে জামাতের অনুসারী বলা হচ্ছে।

আমার অফিসের এক কলিগ যার দাড়ি আছে কিন্তু রাজনীতি করে না। হরতালের দিন অফিসে আসার পথে তার উপর পুলিশ হামলা করেছে। পুলিশের ধারণা সে শিবির করে। বূঝূণ ধর্মের অবস্থা। কার গুণ আর গাইবো......... ২২ তারিখে জুম্মা নামাজের পর যে তাণ্ডবলীলা দেখলাম সারা বাংলাদেশে তা আসলেই দুঃখজনক।

শুক্রবার মুসলমানদের জন্য হজের দিন। এই দিনে যা হল তা কী দ্বীন রক্ষার্থে নাকি আত্ম-রক্ষার্থে নাকি আড়ালে আরও কিছু বাঁচাতে তা আমার বোধগম্য নয়। মনটা খুব খারাপ করেও বুকে বল নিয়ে শাহবাগ গেলাম বিকালে। মনে হল যুদ্ধে যাচ্ছি। কারণ পাকিস্তানি কুত্তারা পরাধীন বাংলায় আমাদের শহীদ মিনার ভেঙেছিল আজ এই দেশের মানুষ ভেঙেছে।

তারা আমাদের রক্তে অর্জিত পতাকাকে ভূলোণ্ঠীটো করতে চেয়েছিল আর আমাদের মানুষগুলো সেই পতাকা পুড়িয়ে দিয়েছে। এটিএন এর খবরে নাকি বলেছে (যদিও আমি শুনিনি) দুইজন PAKISTHANI নাকি সামনে থেকে এর লীড দিয়েছে। যাই হোক তবে আমাদের জন্য যেই চমকটি বাকী ছিল তা হল বঙ্গবীর কাদেরকে নব্য রাজাকার হিসেবে ঘোষণা করা। যেই কাদের সারা দুনিয়াতে টাইগার কাদের নামে পরিচিত ছিল, যে জীবন বাজী রেখে যুদ্ধ করেছিল ... প্রায় ১০০০০ লোক নিয়ে গেরিলা যুদ্ধ করেছিল (গেরিলা যুদ্ধ যে কী মারাত্মক সেটা নিজ ইচ্ছায় জেনে নেবেন) ... বীরউত্তম উপাধি পেয়েছিলো...... সেই টাইগার কাদের হল নব্য রাজাকার! তামিল মুভি শীবাজী-দ্যা বস এ রজনীকান্ত যখন জেলে যায় তখন তার পাশের কয়েদি বলেছিল তুমি জেলে এসেছ কেন? খুন করে, চোরাকারবার করে নাকি পর্ণ ভিডিও করে? রজনীকান্তের উত্তর ছিল দেশের ভালো করে। আওয়ামীলীগের প্রবীণ নেতা আসলে নেতা নয় ত্রাতা মরহুম আব্দুর রাজাকের মৃত্যুবার্ষিকীতে তোফাএল বলেছিল “ রাজ্জাক ভাই আপনি চলে গিয়ে ভালো করেছেন, আপনি আর কিছু দেখবেন না আমরা বেঁচে আছি আমাদের আরও অনেক কিছু দেখতে হবে” ( প্রথম- আলো ২৬ ডিসেম্বোড় ২০১২)।

আমার আর কিছু বলার নাই............ এতকিছুর পরেও বড় আশায় বুক বেঁধে রাখি যে এই বাংলার মাটিতেই যুদ্ধ অপরাধীদের বিচার হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.