আমাদের কথা খুঁজে নিন

   

লেটস অর্ডার পিটজা ফর টুনাইট



বানিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের তেলের দাম বাড়ানোতে বিস্মিত, টিভি পর্দায় ক্ষোভে অক্ষমতায় চিতকার করে উঠলেন এটা কী মগের মুল্লুক। ব্যর্থ সিরাজউদ্দৌলার মতো দেখাচ্ছিল তাকে। মনে হচ্ছিল উনি মঙ্গলগ্রহ থেকে এসেছেন। উনি জানেন না বিএনপির মগের মুল্লুক আর আওয়ামী লীগের ঠগের মুল্লুক আজকের অসহায় বাংলাদেশ। রাজনীতিতে বণিকদের অবৈধ অনুপ্রবেশ বৃটিশ কোম্পানী আমলে ঘটেছিল, বণিকের মানদন্ড দেখা দিয়েছিল রাজদন্ড হয়ে।

গত নির্বাচনেও তাই দেখলাম। শেখ হাসিনা তৃণমূলের রাজনীতিকে শ্রদ্ধা করেন, এটি একটি মিথ। তৃণমূল আওয়ামীলীগ নির্বাচিত পাঁচজন প্রার্থীকে ল্যাং মেরে ঋণখেলাপী,স্মাগলার, রাজনীতির অভিজ্ঞতা বর্জিত কুব্যবসায়ীদের কাছে সংসদ জলসার টিকেট বিক্রি করে যে ব্রুট মেজরিটির আত্মপ্রসাদ নিয়ে আওয়ামী লীগ বসে আছে, সেখানে দেশটা মগের মুল্লুক কীনা জিজ্ঞেস করার আর কোন দরকার নেই । ব্যবসায়ী জাতের কোন ধর্ম নেই, টাকার লোভ ধর্ম এদের মজ্জাগত। এরা ভোটের আগে চাঁদা দিয়ে যাদের জেতায় তারা জানেন বোধ হয় নো ডিনার ইজ ফ্রি।

ভোটের সময় কোটি কোটি টাকা খরচ হয়েছে ব্যবসায়ীদের, কারণ ভোট কিনতে ট্যাকা-শাড়ী-লুঙ্গি-সোয়েটার-ফেনসিডিল লাগে, প্রকাশ্যে এইসব লেনদেন চলে,পুলিশ হাতে নাতে ধরে তারপর দৃশ্যমান কারণে ছেড়ে দেয়। কারণ আইন কানুন গালভরা বক্তৃতা সব দুর্বল মানুষের ভোগ্য। টাকা খরচ করে রাজনীতির র ও জানেনা এমন সব ব্লেজার পাঞ্জাবী পরা বেনিয়াকে সংসদের হুইল চেয়ারে বসিয়ে দেবার পর তাদের কাছ থেকে ধমক শুনতে কেন রাজী হবে ব্যবসায়ীরা। এটা অনেকটা কলগার্লকে টাকা না দিয়ে ধমক দিয়ে বিদায় করার সুশীলতা। ব্যবসায়ীদের কালো টাকায় পুলসিরাত পার হয়ে তাকে কলা দেখালে সেও কলা দেখাবে।

জিনিসপত্রের দাম বাড়িয়ে বেনিয়া সাংসদদের অগস্ত যাত্রার পথ তৈরী করবে। আপনি ইলেকশনের আগে শিম্পাঞ্জীকে কোলে নিলে, এখন সে কোলে বসে আপনার ভ্রু উপড়াবে। প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, নিউটনের এই সূত্র না বুঝে মুখস্ত করার শাস্তি বানিজ্যমন্ত্রী পাচ্ছেন। অন্য দিকে ডাকসাইটে ব্যবসায়ীরা দরিদ্র আমলাদের গরীবীর সুযোগে মাছটা,মূলোটা,মুরগীটা বিশ্রামে বিধধস্ত টপ আমলার স্ত্রীদের কাছে পাঠান। মুখ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি, এইখানে মন্ত্রী কে, সিরাজউদ্দৌলা,ঢাল নেই তলোয়ার নেই বাংলা বিহার উড়িষ্যার নবাব।

মন্ত্রীরা যখন বিস্ময় প্রকাশ করেন মনে হয় উনারা সবে ভূমিষ্ট হলেন। অবশ্য গত নির্বাচনে আওয়ামীলীগের একঝাক ব্যবসায়ী রাজনীতিবিদ সিজারিয়ানের মাধ্যমে ভূমিষ্ট হয়েছেন। ফলে রাজনীতিতে নবজাতকদের প্রতিদিনের বিস্ময়, কতো অজানারে! মুক্তিযুদ্ধের পর আঙ্গুল ফুলে কলাগাছ, বঙ্গবন্ধু হত্যার পর আঙ্গুল ফুলে খেজুর গাছ,নব্বুই এর গণঅভ্যুত্থানের পর আঙ্গুল ফুলে গাবগাছ,খাম্বা অধুনা টাকার গাছ। বাংলাদেশে সাফল্যের সূচক ট্যাকা-গাড়ী-পিটজা খাওন,পার্লারে হোয়াইট ওয়াশ, মোবাইল ফোনে ফ্রয়েড। সুতরাং বাংলাদেশের খোদা যেখানে ধর্ম ও দেশপ্রেম ও জাতীয়তাবাদ ব্যবসার আড়তদার, এখন আর জিজ্ঞেস করে লাভ আছে দেশটা কিসের মুল্লুক? এখন ভোটাররাও দেখতে চায় কোন প্রার্থীর ট্যাকা-গাড়ী-ভুড়ি-সুড়সুড়ি বেশী।

কোন আইনে রাজনীতির অভিজ্ঞতা বর্জিত,অন্য এলাকা থেকে আমদানী করা ব্যবসায়ী প্রার্থী যার রাষ্ট্রের কাছে ৭১ কোটি টাকা ঋণ, (সম্পত্তির হিসাবে প্রকাশিত ভোটের আগে) তাকে শেখ হাসিনা তৃণমূলের ভোটে বাছাই করা পাঁচজন, তিরিশ চল্লিশ বছর ধরে ঘর সংসার সুখ ফেলে আওয়ামী লীগের জন্য জীবন কোরবানী দেয়া বোকাদের বাদ দিয়ে সং সদের হুইল চেয়ারে বসালেন। তাহলে আর রাজনীতিতে চল্লিশ বছরের অভিজ্ঞতা দরকার নেই। ফেল কড়ি মাখো তেল। এখন তেলে মাথায় তেল, ৭১ কোটি টাকার মালিক, পাঁচটা পাজেরো যাকে বেড রুম থেকে টয়লেটে নিয়ে যায় বা সং সার্কাসে, তার জন্য শুল্কমুক্ত গাড়ী, আইন শিথিল হচ্ছে যাতে স্মাগলার শ্যালকের কাছে বেচে দেয়া যায়। এরপরেও যদি কেউ বিস্ময়ে হতবাক হরিণীর মতো চোখ বড় বড় করে জিজ্ঞেস করেন এটাকি মগের মুল্লুক? হয় আপনি যাত্রার বিবেক অথবা আলজাইমারগ্রস্ত।

চারিদিকে তাকান দেখবেন কিভাবে বাংলাদেশের বাতিগুলো নিভে যাচ্ছে। জেনারেটরের আলোয় প্রজ্জলিত কালো টাকা পল্লী দেখে জিডিপি গ্রোথ হিসাব করে লাভ নেই, এবার লোডশেডিং এর কমলাপুর বস্তিতে গিয়ে দেখুন আপনার ভোটার তার অনাহারী শিশুদের চারপাশে বসিয়ে চুলায় পাথর সেদ্ধ করছে। এই বাক্যটি পড়ে আপনি বিবেকবান মানুষ, আপনার বাবুর্চীকে বলবেন আজ আমার বাড়ীতে রান্না বন্ধ। লেটস অর্ডার পিটজা ফর টুনাইট।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.