আমাদের কথা খুঁজে নিন

   

লেটস গো ব্যাক টু প্রেসিডেন্টসিয়াল ডেমক্রেসি

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

নিরীক্ষা তো অনেক হলো। নব্বই থেকে অতিক্রান্ত সতের বছরে সংসদীয় গনতন্ত্র উপহার দিয়েছে অনগ্রসরতা আর বিশাল এক শূণ্যতা। প্রধানমন্ত্রী আর বিরোধীদলীয় নেতা যেখানে কার্যত সম অক্ষমতার পরিচয় দিয়েছেন গদ্দিনশীন বা গদি ছাড়া যা বাংলাদেশের জন্য রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রয়োজনীয়তা বারবার স্মরণ করিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী মূলত জনগনের দায়বদ্ধতা সূত্রে সংসদে সরাসরি জবাবদিহিতার সম্মুখীন হয়ে থাকেন, কিন্তু বাংলাদেশে বিগত সংসদগুলোতে এবং শংকা করা যায় ভবিষ্যতের সংসদেও এই চর্চা অনাবহ্যত থাকবে। প্রসিডেন্ট অনেক বেশী জনগণের সরাসরি প্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারেন, যা প্রধানমন্ত্রী আমাদের তথাকথিত সংসদ নামক গাটেপাটেপি বাইজীখানায় হন না। প্রসিডেন্টকে রাস্তায় নামিয়ে ছুড়ে ফেলা দেয়া যায়, কিন্তু পদত্যাগী প্রধানমন্ত্রীরা জেলে গেলেও রাজার হালে থাকেন, তাদের প্রতি জনগনের ঘৃনা কেন্দ্রীভূত হয় না, ডালপালা ছড়িয়ে তা সহকর্মীদের ঘাড়ে পড়ায় নিস্তার পেয়ে যান। প্রেসিডেন্টসিয়াল ডেমক্রেসিতে আমরা পাওয়ারফুল আইকন পেতে পারি; যিনি পাশ্চাত্যের কমিশনভোগী নেতৃত্ব থেকে হয়তো আমাদের মুক্ত করতে সক্ষম হবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.