আমাদের কথা খুঁজে নিন

   

স্পেনের প্রধানমন্ত্রীর ভবিষ্যদ্বাণী

অতি সাধারণ....প্রধানমন্ত্রী হলে দেশটারে সাজাইতাম

বার্সেলোনা ৪-২ গোলে হারাবে রিয়াল মাদ্রিদকে- এমন ভবিষ্যদ্বাণী করলেন স্পেনের প্রধানমন্ত্রী জোসে লুই রডরিগুয়েজ। স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে প্রথমবারের মত মুখোমুখি হচ্ছে লিগের বড় দুই দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। আর স্পেনসহ পুরো বিশ্ববাসীর চোখ সোমবারের ওই ম্যাচের দিকে। দীর্ঘদিন ধরেই বার্সেলোনাকে সমর্থক রডরিগুয়েজ। স্পেনের একটি রেডিওতে শুক্রবার দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জানান, তিনি লিবিয়া সফরে থাকবেন বলে সোমবারের ওই খেলাটি দেখতে পারবেন না।

তবে খেলার ফলাফল মুঠো ফোন বার্তায় পাঠানোর জন্য তিনি কাউকে বলবেন। বার্সেলোনার ছোট ছোট পাসে খেলার উচ্ছ্বসিত প্রশংসাও করেন তিনি। রডরিগুয়েজ বলেন, "বার্সেলোনা প্রতিভাবান ফুটবলারদের দলে টেনেছে এবং একই সঙ্গে তাদের ঠিকঠাকভাবে কাজেও লাগাচ্ছে। মাঠের খেলাকে তারা প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। প্রায়ই তারা মাঠে দাবা খেলার বুদ্ধিমত্তাও দেখায়।

" রিয়ালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে বার্সেলোনার তারকা লিওনেল মেসির খেলা তার বেশি ভালো লাগে বলেও জানান স্পেনের প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/এনআই/১৮২৮ ঘ.

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.