আমাদের কথা খুঁজে নিন

   

স্পেনের পরীক্ষা নিল হাইতি!

ফিফা র্যাঙ্কিংয়ের এক আর ৬৩-এর লড়াই। দুর্বল হাইতি প্রীতি ম্যাচে স্পেনের কাছে উড়ে যাবে, ভাবা হচ্ছিল এমনটাই। ম্যাচের শুরুতে সেই আশঙ্কার ইঙ্গিতও মিলে ছিল। শেষ পর্যন্ত তা হয়নি। ২-১ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে।


খেলার আট মিনিট যেতে না যেতেই স্পেনকে এগিয়ে দেন সান্তি কাজোরলা। ১৯ মিনিটের মাথায় গোল-ব্যবধান দ্বিগুণ করেন সেস ফ্যাব্রিগাস। মনে হচ্ছিল, একপেশে একটা ম্যাচ হতে চলেছে। কিন্তু তা হতে দেয়নি হাইতি। প্রথমার্ধে ভালো না করলেও দ্বিতীয়ার্ধে পাল্টে যায় দলটির খেলা।

৭৫ মিনিটে একটি গোল শোধও করে ফেলেন উইল্ডিডোনাল্ড গুয়েরিয়ার। ভাগ্যিস, বাকি সময়ে আর গোলের দেখা পায়নি হাইতি। সেটা হলে ‘অস্বস্তি’ নিয়েই মাঠ ছাড়তে হতো স্প্যানিশদের।
১৫ জুন মাঠে গড়াচ্ছে কনফেডারেশনস কাপ। এর আগে হাইতির বিপক্ষে ২-১ গোলের জয় স্পেনের জন্য সন্তোষজনক নয় মোটেই।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ম্যাচ শেষে স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক স্বীকার করেন, ম্যাচটা তাঁদের জন্য ছিল বড় পরীক্ষার।
দেল বস্ক বলেন, ‘প্রথমার্ধে আমাদের পর্যায়ের খেলাই খেলেছি আমরা। বেশ কিছু সুযোগ সৃষ্টি করেছি। কিন্তু বিরতির পর সেভাবে চাপপ্রয়োগ করতে পারিনি আমরা। হাইতি তুলনামূলক ভালো খেলতে সক্ষম হয়।

সার্বিক বিবেচনায় বলব, এটা ছিল আমাদের জন্য বড় পরীক্ষা। ’
ম্যাচের এক দিন আগে পুত্রসন্তানের বাবা হয়েছেন উইল্ডিডোনাল্ড গুয়েরিয়ার। আনন্দঘন মুহূর্তের মধ্যেই স্পেনের মতো দলের বিপক্ষে গোল করলেন। দেখিয়ে দিলেন, হাইতি একেবারে হেলাফেলা করার মতো দল নয়। ম্যাচ শেষে আরও বেশি বিস্ময় উপহার দিলেন গুয়েরিয়ার।

জানালেন, রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোর নামানুসারে ছেলের নাম রেখেছেন ‘ক্রিস্টিয়ানো’।
গুয়েরিয়ার বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটা বড় সম্মানের। আমরা দেখিয়েছি, হাইতি শুধুই ভূমিকম্পপ্রবণ দেশ নয়, এখানে প্রতিভাও রয়েছে। বিশ্বের সেরা দলের বিপক্ষে গোল করতে পেরে আমি আনন্দিত। তবে ওরাও আমাদের মতো মানুষ, ভিন্ন কোনো গ্রহ থেকে আসেনি।

’।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.