আমাদের কথা খুঁজে নিন

   

বরাবরের মত আবারও সিস্টেম করা কাব্য !! *** আকাশ রাজ্য *** । কব্যের পরে বিশেষ খানাদানার আয়োজন

http://www.facebook.com/shahed69

আকাশ রাজ্য লেখিকা - নন্দিতা আফ্রিন ( প্রবাসী ) সকালে উঠে নিজেকে বিছানার সাথে আঠার মত লাগিয়ে রাখতে ইচ্ছা করে মন ও শরীর পুরাটাই আলসামিতে ভরা তবুও উঠি প্রতিদিনের নিয়মে ঘর থেকে আমি বাহিরে এক মৃধু হাল্কা শীতল বাতাস এসে উড়িয়ে নিয়ে গেল সব টুকু আলসামি দিয়ে গেল সকালের আদর মাখা পবিত্র চুমো সজিবতায় ভরে গেল মনটা খানিক পরে সূর্যের আগমন ভাব খানা আকাশ-রাজ্য পুরাটাই চাই তার মেঘেরদল গুলো করল বিদ্রোহ চলল তার সৈন্য সামন্ত নিয়ে সূর্যের কাছ থেকে ছিনিয়ে নিবে আকাশটাকে ঝড়ো হাওয়া বয়ে চলে যেন সাক্ষ্য দিচ্ছে যুদ্ধের কোলাহল আকাশটাকে জমিন করে সূর্য আর মেঘ রণমঞ্চে মুগ্ধ আমি চেয়ে দেখছি সূর্যের বীরত্ত মাখা পরাজয় এক চিলতে রোদলা হাসি মেঘের পেট ছিড়ে এ যেন এক নুতন দিনের প্রতাশার আর এক রুপ। --------- নন্দিতা আফ্রিন প্লাস , মাইনাস , কমেন্ট সব কিছু লেখিকার মাথায় উত্তমরুপে ঢেলে দেয়া হবে কবিতাতো শুনালাম , এবার আমার পক্ষ থেকে বিশেষ খানা দানা হয়ে যাক পেট ভরছে নি ? কিতা কন ?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.