আমাদের কথা খুঁজে নিন

   

তিনটা কৌতুক (হাল্কা আমিষ সহ)



রোজকার এই বিরক্তীকর একঘেয়ে জীবনের মধ্যে কিছু হাসির উপাদান(কৌতুক) নিয়ে হাজির হলাম- ০১। এক গলফার (মহিলা) বল খুব জোরে মারার ফলে সেটা সোজা গিয়ে পাশের জঙ্গলে গিয়ে পড়ে, সেই মহিলা বল খোজার জন্য জঙ্গলে গিয়ে দেখে এক বেচারা ব্যাঙ ফাদে আটকা পড়ে আছে। সেই মহিলাকে দেখেই ব্যাঙ বলে উঠল – আমাকে যদি তুমি এই এখান থেকে বের করতে পার তবে আমি তোমার মনেরর তিনটা ইচ্ছা পুরন করব। তো সেই মহিলা ব্যাঙকে উদ্ধার করতেই ব্যাঙ বলে ওঠে - “ বল তোমার মনের ইচ্ছা বল, তবে একটা কথা আমি বলতে ভুলে গেছি যে মনে রাখবা তুমি যা চাইবা সেই জিনিসটাই তোমার স্বামী তোমার থেকে ১০গুন বেশী পাবে বা হবে”। মহিলা – “বাঃ তা হলেতো খুব ভাল, এখন আমি যেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা হই”।

ব্যাঙ – “এর ফলে তোমার স্বামীও কিন্তু এই পৃথিবীর সবচেয়ে রুপবান পুরুষে পরিনত হবে এবং সব মেয়েরা তার পেছন পেছেন ঘুরবে”। মহিলা – “ তো কি হল, যেহেতু আমি মেয়েদের মধ্যে সবচেয়ে সুন্দরী, আমার স্বামী আমার পেছনেই ঘুর ঘুর করবে। তুমি আর দেরী কর না”। ব্যঙ – “ ঠিক আছে তবে তাই হোক”। মহিলা – “এই বার আমাকে সবচেয়ে ধনী মহিলা বানিয়ে দাও”।

ব্যাঙ – “কিন্তু মনে রাখ এর ফলে তোমার স্বামী তোমার থেকে ১০ গুন বেশি ধনী ব্যাক্তিতে পরিনত হবে”। মহিলা – “সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, কারন, আমার যা কিছু আছে সবই ওর, আর ওর সবকিছুই আমার, তুমি কিন্তু আবার দেরী করছ!”। ব্যাঙ – “ ঠিক আছে ঠিক আছে তোমার ইচ্ছাই পুরন হোক”। ব্যাঙ – “ এইবার বল তোমার শেষ ইচ্ছা কি”? মহিলা – “এবার আমার একটা হাল্কা স্ট্রোক হোক”। সারমর্ম – মেয়েদের কখনো আন্ডার এস্টিমেট করবেন না।

০২। Husband to Wife-- do u know the meaning of wife? Wife- no Husband -- it means Without Information Fighting Everytime Wife-well, it also means 'With Idiot For Ever' ০৩। এক গ্রামে এক দম্পত্তি তাদের চার সন্তানদের নিয়ে থাকত। প্রথম তিনটা ছেলেই ছিল ফরসা এবং লম্বা, কিন্তু শেষের ছেলেটা কাল এবং বেটে। এই নিয়ে স্বামী স্ত্রীকে প্রচন্ড সন্দেহ করত।

একদিন স্বামী (ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায় শয়িত) স্ত্রীকে বলল, “ তুমি খালি একবার বল আমাদের ছোট ছেলেটা আমারই”। স্ত্রী – “অবশ্যই, এ নিয়ে তুমি মনে কোন সন্দেহ রাখবে না, ও তোমারই সন্তান”। “যাক তা হলে আমি এবার নিশ্চিন্তে মরতে পারব”। স্ত্রী (মনে মনে) – “যাক বাবা ও প্রথম তিনটার কথা জিজ্ঞেস করে নাই”।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।