আমাদের কথা খুঁজে নিন

   

রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি ডাউনলোড করুন

বেশি বেশি বই পড়ুন

১৫৭টি গীত নিয়ে গীতাঞ্জলি প্রথম প্রকাশিত হয় আগস্ট ১৯১০ (ভাদ্র, ১৩১৭ বঙ্গাব্দ) খৃষ্টাব্দে, শান্তিনিকেতন গ্রন্থনবিভাগ থেকে। ১৯১২ সালে লন্ডনের ইন্ডিয়ান সোসাইটি থেকে প্রথম প্রকাশিত ইংরেজি Song Offerings (গীতাঞ্জলি)-এ বাংলা গীতাঞ্জলি থেকে নিয়েছেন ৫৩টি গীত। Song Offerings (গীতাঞ্জলি)-এ সংকলিত মোট ১০৩টির বাকি ৫৪টি বেছে নিয়েছেন গীতিমাল্য থেকে ১৬টি, নৈবেদ্য থেকে ১৫টি, খেয়া থেকে ১১টি, শিশু থেকে ৩টি, কল্পনা থেকে ১টি, চৈতালি থেকে ১টি, উৎসর্গ থেকে ১টি, স্মরণ থেকে ১টি এবং অচলায়তন থেকে ১টি। গীতাঞ্জলি’র পরিশিষ্টে ইংরেজি Song Offerings (গীতাঞ্জলি)-এ সংকলিত রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক অনূদিত ৫৩টি গীত সন্নিবেশিত হলো। যে যে গীতের অনুবাদ ইংরেজি Song Offerings (গীতাঞ্জলি)-এ সংকলিত হয়েছে সে সে গীতে লিংক করা আছে। এই লিংকে ক্লিক করলে পরিশিষ্টে থাকা সেটির অনুবাদে যাওয়া যাবে। আবার অনুবাদে ক্লিক করলে মূল গীতে ফিরে আসা যাবে। ডাউনলোড করুন এখান থেকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.