আমাদের কথা খুঁজে নিন

   

রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্ত



আজি বসন্ত জাগ্রত দ্বারে। তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে। । আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো, আজি ভুলিয়ো আপন পর ভুলিয়ো, এই সঙ্গীতমুখরিত গগনে তব গন্ধ তরঙ্গিয়া তুলিয়ো। এই বাহির-ভুবনে দিশা হারায়ে দিয়ো ছড়ায়ে মাধুরী ভারে ভারে।

। একি নিবিড় বেদনা বনমাঝে আজি পল্লবে পল্লবে বাজে– দূরে গগনে কাহার পথ চাহিয়া আজি ব্যাকুল বসুন্ধরা সাজে। মোর পরানে দখিনবায়ু লাগিছে, কারে দ্বারে দ্বারে কর হানি মাগিছে– এই সৌরভবিহ্বল রজনী কার চরণে ধরণীতলে জাগিছে। ওহে সুন্দর, বল্লভ, কান্ত, তব গম্ভীর আহবান কারে। ।

রবিবাবু তোমার কথা শুনে তো আমাদের জীবনে বসন্ত এবার কিভাবে আসবে তাই ভাবছি । অনেকদিন পর তোমার এই কবিতাটি পড়লাম । সত্যিইতো বসন্ত এখন দরজায় কড়া নাড়ছে । তোমার কথা আমাদের শোনা উচিৎ । কত সহজে সুন্দর করে বলে গেছো এই উপদেশবানী ।

এইবার বসন্তে তোমার গান গেয়ে বসন্তের আগমনী হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.