আমাদের কথা খুঁজে নিন

   

সিটি কর্পোরেশনে নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগ!!!!!গণতন্ত্রের এ কোন উল্টোপথ যাত্রা!!!!!!!



সিটি কর্পোরেশনে নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগ!!!!! গণতন্ত্রের এ কোন উল্টোপথ যাত্রা!!!!!!!!!!!!!! আওয়ামীলীগ কি তাদের পরাজয়ের ভয়কে ঢাকতেও ভয় পাচ্ছে!! আর অবচেতনেই উলঙ্গ হয়ে পড়ছে তাদের জনপ্রিয়তার পারদের নিম্নযাত্রা.. !!!! গণতান্ত্রের জন্য এত শ্লোগান এত এত বক্তৃতা বিবৃতি দিয়ে আজ একি কাহিনি শুনি মন্থরার মুখে.... মেয়াদোত্তীর্ণ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের সুপারিশ আজ আবার কি কোন স্বৈরতান্ত্রিক অভিযাত্রার পদধ্বনি শুনতে হবে আমাদের!!! সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনকে রীতিমত ঠুটো জগন্নাথ বানিয়ে রেখে আওয়ামী লীগ কি প্রশান করতে চায় তারা পুন: স্বৈরতন্ত্রের যাত্রী??? দেশে কি হয়েছে যে আজ ৩ বছর পরও নির্বাচন করা যাচ্ছে না? নির্বাচিত সরকারওতো ২ বছর হতে চলল। তবে আবার কেন তত্বাবধায়ক কায়দায় (যাদের প্রশাসনে পুর্ন নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচনের এখতিয়ার নেই; জাতীয় ছাড়া) প্রশাসক নিয়োগের চিন্তা ভাবনা!!!!!???? এ সিদ্ধান্ত কি বুমেরাং হয়ে তাকেই আঘাত করবে না?? গণতন্ত্রের নামে মুখে ফেনা তোলা দলের এ সিদ্ধান্ত জনগনকে ভাবিয়ে তুলছে??? চলেন মতামত আর মন্তব্যে খুজি কেন এই সিদ্ধান্ত...???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.