আমাদের কথা খুঁজে নিন

   

হযরত মুহাম্মদ (সঃ)এর শ্রেষ্ঠত্ব সম্পর্কে বিখ্যাত মনিষী দের স্বীকারোক্তী .......

বিবেক খাটাই

খ্রীষ্টান পাদরী বোসওয়ার্থ স্মিথ বলেন , '' একটি মহা জাতি,মহা সাম্রাজ্য,একটি মহাধর্ম এ তিনটির একত্র সমাবেশ জগতের ইতিহাসে এই প্রথম যার তুলনা কোথাও নেই যা মুহাম্মদ (সঃ)স্থাপন করেছেন।তিনি স্বয়ং নিরক্ষর বর্ণজ্ঞান শুন্য ছিলেন অথচ এমন এক গ্রন্থের অবতারনা করেছেন যা একাধারে মহাকাব্য,দৈনন্দিন উপাসনা পুস্তক ও বিরাট ধর্মশাস্ত্র ।'' নোবেল জয়ী বার্নাড'শ দৃঢ়তার সাথে বলেন , ''আমি প্রগাঢ় বিশ্বাস ও প্রত্যয় পোষণ করছি যে, মুহাম্মদ (স) এর মত কোন মানুষ যদি মানব মন্ডলী কে পরিচালিত করার জন্য বিশ্ব নেতৃত্বের আসীনে সমাসীন হন, তাহলেই আজকের বিরাজিত জটিল বিশ্ব সমস্যার সমাধান করে মানব মন্ডলী যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে তার উপায় উদ্ভাবন করতে সক্ষম হতেন ।" খ্রীষ্টান পাদরী বোসওয়ার্থ স্মিথ বলেন , "মুহাম্মদ (স) এর সমসাময়িক লোকেরা এমনকি তার ধর্ম বিরোধী শত্রুরা ও এক বাক্যে তার ধর্মনিষ্ঠ , ন্যায়পরায়নতা , সত্যবাদিতা, সাহসিকতা , ও নম্রতার ভূয়সী প্রসংশা করেছেন।" বিশ্ব মানবতার দূত মুহাম্মদ (স) - হযরত ইব্রাহীম আঃ ছিলেন পারস্যের অধিবাসী আর তার স্ত্রী হাজেরা যিনি নির্বাসিত হয়ে এ মক্কা প্রান্তরে এসেছিলেন , তিনি ছিলেন মিশরের অধিবাসীনি । পারস্য ও মিশরের রক্ত ধারায় গঠিত হয় হযরত ইসমাইল আঃ যার স্ত্রী সাঈদা ছিলেন আরবের অধিবাসীনি । ত হলে দেখা যায় পারস্য, মিশর ,আরব অর্থাৎ এশিয়া , ইউরোপ , ও আফ্রিকার মহা মিলনের স্রোত প্রবাহে জন্ম নেন মানবতার মুক্তিদূত মুহাম্মদ (স)। কি অদ্ভুত সম্মিলন !!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.