আমাদের কথা খুঁজে নিন

   

বিবর্ণ সিন্ধু (পর্ব:১)



হাওরের মাঝখানে একটা নৌকা দেখা যাচ্ছে, মনে হচ্ছে এদিকেই আসছে। আমি বসে আছি আমার নানার বাড়ির সমুদ্রবিলাশ ঘরে। এ ঘরের বারান্দায় বসলে হাওরটাকে সমুদ্রের মত মনে হয়। এই জন্যই নানাজান এই ঘরের নাম রেখেছে ‌‍‍‍‍ সমুদ্র ‍বিলাশ"। আমার ছোটমামা যখন এই ঘরে থাকে তখন সে একটু পর পর দীর্ঘশ্বাস ফেলে বলে-‍ ‍‍‍‍‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌"সমুদ্রে পেতেছি শয্যা, শীশীরে কি ভয়?" কি বলস ভাইগ্না..? সত্যিই বর্ষাকালে হাওরটাকে সমুদ্রের মত মনে হয়।

.....(চলবে) বি:দ্র: পাঠক, আজ আমি প্রথম ব্লগে লিখতে বসেছি। বাংলা লিখতে খুব সমস্যা হচ্ছে। আশা করি । আগামিকাল থেকে নিয়মিত লিখতে পারব। আজ একটু লিখে শুরু করে রাখলাম এই আর কি..।

আর একটা কথা আমার এই বিবর্ণ সিন্ধু উপন্যাসটি ডিসেম্বরে ঢাকা বই মেলায় প্রকাশ হবে। অণ্বেশা প্রকাশনির ষ্টলে বইটা একটু নেড়ে চেড়ে দেখে আসতে পারেন। ভাল লাগলে আশা করি বইটা পড়বেন। বিবর্ণ সিন্ধু উপন্যাসটির কিছু কিছু অংশ আমি আপনাদের জন্য ব্লগে লিখার চেষ্টা করব। ভাল থাকবেন সবাই, এই কামনায়: আপনাদের শাহজাহান আহমেদ



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।