আমাদের কথা খুঁজে নিন

   

ভবের নদী

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

ভবের নদী রাত ফুরালেই দিনের দেখা পাবিরে তুই মন, জীবন ঘুড়ি বাতাস পেলেই উড়বেরে তখন। ভবের নদীর দুই পাড়েতে জীবন খেয়া বেয়ে, আর কতকাল কাটাবি তুই মরণ ফাঁকি দিয়ে। জোয়ার ভাটার এইযে খেলা খেলছে তোরে লয়ে, ভাটির টানে খড়কুটো তুই একাই যাবি বয়ে। দিন থাকতে দে পাড়ি তুই অচিন গাঙের ঢেউ, নামলে আঁধার কূল হারাবি থাকবেনাতো কেউ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।