আমাদের কথা খুঁজে নিন

   

দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা-১

আমি নতুন কিছু পড়তে ভালবাসি

ভূমিকা ঃ "আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন মনোনীত করলাম"। (সূরা মায়েদা-৩) Islam is the complete code of life. যেহেতু ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সেহেতু এখানে মানুষের জীবনের প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়ে থাকবে এটাই স্বাভাবিক। তাছাড়া সবচেয়ে বড় কথা হল আমাদের স্রষ্টা আলাহ রাব্বুল আলামীন নিজেই এটাকে (এই দ্বীনকে) পূর্ণাঙ্গ দ্বীন বলেছেন। সেহেতু মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে কি করতে হবে, কিভাবে চলতে হবে তার সব কিছুই এখানে বর্ণিত আছে। এই দ্বীনি ব্যবস্থায় যেমন আছে নামাজ, রোযা, যাকাত, হজ্জ সম্পর্কে আলোচনা, তেমনি আবার কিভাবে রাষ্ট্র চালাতে হবে সে বিষয়েও আছে পরিপূর্ণ আলোচনা ও দিক নির্দেশনা।

এখনকার আলোচনা অবশ্য এতসব বিষয়ে নয়, এখনকার আলোচ্য বিষয় হচ্ছে "যাকাত"। যাকাত ঃ যাকাত আরবী শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে পবিত্রতা, পরিচ্ছন্নতা, বর্ধিত হওয়া, বৃদ্ধি করা, মার্জিত করা, সংযত করা, পূর্ণতা, নির্দোষ, সততা ইত্যাদি। নিজের ধন-সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরীব-মিসকীন ও অভাবী লোকদের মধ্যে বন্টন করাকে যাকাত বলা হয়। যাকাত কেবল ইসলামী অর্থ ব্যবস্থার একটি মৌলিক স্তম্ভ নয়, যাকাত ইসলামী জীবন ব্যবস্থারই অন্যতম মৌলিক স্তম্ভ।

যাকাত ইসলামের অন্যতম প্রধান বধ্যতামূলক ইবাদত। ঈমানের পর নামাজ আর নামাজের পরই যাকাতের স্থান। এ সম্পর্কে একটি হাদীস ইলেখ করা যেতে পারে। "হযরত আব্দুলাহ ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুলাহ (সাঃ) এরশাদ করেছেনঃ ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। সেগুলো হল: এই স্যা দেয়া যে, আলাহ ছাড়া কোন ইলাহ নাই এবং মুহাম্মদ (সাঃ) আলাহর রাসূল।

সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, রমযানের রোযা রাখা এবং হজ্জ করা। " (বুখারী ও মুসলিম) হাদীসে জিব্রাইলেও এমন ধরনের বর্ননা এসেছে। ইসলামী শরীয়তে যাকাত প্রদান না করা যেমন চরম অপরাধ, ঠিক তেমনি যাকাত অর্থশীলদের সম্পদে অভাবীদের অধিকার হবার কারনে যাকাত পরিশোধ না করলে সমাজের একটি বিরাট অংশ তাদের অধিকার থেকে বঞ্চিত হয় এবং আর্থ সামাজিক অবস্থা ভারসাম্যহীন হয়ে পড়ে। যাকাত সামগ্রীকভাবে সমাজের রন্ধ্র রন্ধ্র থেকে অন্যায় আবিলতা দূর করে সমাজকে ষুষ্ঠু, সুন্দর, বিকশিত ও সু-সংহত করে তোলে। বর্তমান বিশ্বের, বিশেষ করে আমাদের দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়া অত্যন্ত জরুরী।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.