আমাদের কথা খুঁজে নিন

   

পুরানো সেই দিনের কথা, ভুলবি কিরে হায় ... ও সে চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়!

গর্ব করার মত এখন কিছুই চোখে পড়েনা। মাঝে মাঝে মনে হয়, প্রয়োজন আর একটি বিপ্লব

সেই ১৯৯৩ থেকে ২০০৫ । টানা ১২ বছর । এরপর ২০১০ । মাঝে কেটে গেছে ৫ বছর ।

বলছিলাম আমাদের বাসার নিচতলার উঠানটার কথা । কত যে ক্রিকেট খেলেছি এখানে । এই কোরবানীর ছুটিতে বহু বছর পর আবারও আমরা নামলাম খেলতে । খেলোয়াড় মাত্র ৩ জন । একজন ব্যাটসম্যান, একজন বোলার আর একজন স্বভাবতই উইকেটকিপার ।

আমি, আমার ছোটবেলার বন্ধু লিটন এবং আমাদের সবার ছোট শুভ। স্বভাবতই খুব নস্টালজিক হয়ে পড়ছিলাম । লিটন, প্রিতম, রবিন ভাইয়া, রাব্বি ভাইয়া, অপু, পার্থদা - সবাইকেই খুব মিস করছিলাম । সময়ের স্রোতে আজ আমরা কে কোথায়! লিটন, অপু, আমি - আমরা সবাই ঢাকাতে । প্রিতমও ঢাকায় পড়ছে ।

বাকিরা কে কোথায় জানিও না ঠিকমত। শত ব্যস্ততায় সেই পুরনো দিনের স্মৃতিগুলো হাতড়ে ফিরি । অনেকটা ঠিক যেন কফি হাউজের সেই আড্ডাটার মত । ৪ ওভারের সীমিত ম্যাচগুলো জমলো ভালোই । একটি ম্যাচে ২৯ রান করলাম আমি ।

লিটন করলো ১৭ আর শুভ ১২ । প্রথম দিনের খেলা শেষে পরদিন সকালে বেশ হাতে-পায়ে ব্যথা অনুভব করলাম । আর খেলা হল না । ঈদের দিনটি কাটলো গান শুনে আর ঘুমিয়ে । এর ২ দিন পরেই ঢাকায় ফিরে এলাম ।

সেই পুরনো যান্ত্রিক জীবনে । সেন্টমার্টিন ট্রাজেডি, অফিস আর পরীক্ষার টেনশন এবং কিছু ব্যক্তিগত অনুভূতি মিলিয়ে এবারের ঈদ ছিল একটু অন্যরকম। লেখালিখির অভ্যাসটা খুঁজে ফিরতে আজ আবার আমার ব্লগে ফেরা। সবার সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।