আমাদের কথা খুঁজে নিন

   

নিয়তির ধ্যানে মগ্ন সময়, কখনো ভুল পথে হারিয়ে আবার ফিরে আসা

পাশেই তো থাকে দৃষ্টির আড়ালে তবু দৃষ্টিতে মিশে দূরের ঐ মেঘমালা কে বলেছিলাম আমি শূন্যতায় বাস করি সে একটু হেসে বিদ্রূপ করে বলেছিল তুমি তো শূন্যতার মেয়ে গভীরের অন্তনীলে শূন্যতার বুকে তোমার জন্ম

সে কোন এক শূন্যতার হাত ধরে এগিয়ে যায় নীরবে গুমরে ওঠা ভোর, কিংবা গানের বুকে অনবরত বাজতেই থাকে, না সুর, না তাল, নিশ্চুপ নিয়তির ধ্যানে মগ্ন। আলো আঁধারির মাঝে চোখ বুজে বেঁচে যাওয়া, মস্তিষ্কের চারপাশ ঘিরে বেড়ে ওঠে কিছু নাম না জানা ফুল, মাঝে মাঝে অবহেলায় অভিমানী হয়ে ওঠে, বিষের স্নেহে আপন করে নেয় অভিমানী মন কে। অকালে ঝরে যায় সব, ঝরে যাওয়া রং খুঁটে খুঁটে তুলতে গিয়ে মুখোমুখি হয় সময়ের, সময়ের চোখে করুণা দেখে ক্রোধে হেসে ওঠে ঝরনার মতো হাসি... নাহ্ ভুল, সে হাসিতে জল নয় বিষ ঝরে পড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।