আমাদের কথা খুঁজে নিন

   

নিয়তির থাবায় বন্দী বিষণ্ণতা

জেগে, ঘুমিয়ে, আড্ডায়, গল্পে, প্রার্থনায়, কবিতায়, সিনেমায়- সবখানে শুধু স্বপ্ন দেখি। মহাকালের নিয়মে জীবনের পেয়ালায় - সুখের টলটলে পানিতে বিষণ্ণতার কেলাস পড়ে, আমি শুধু চেয়ে চেয়ে দেখি !! আবার সেই অমোঘ নিয়মেই কেলাস আর পানির সন্ধিস্থলে কেমন করে যেন এক প্রগাড় দেয়াল মাথা তুলে দাঁড়ায়; নিয়তির প্রাচীর দৃশ্যমান হয় বাস্তবতার সুরায়। এবং একসময় - বিব্রত পানীয় হার মানে, রাজত্ব এখন নিয়তির !! সময় এসেছে তার প্রাসাদ গড়ার। রুক্ষ-ধুসর মরুতে ইমারতটা কেমন জানি বীভৎস দেখায় !! আমার দিকে তাকিয়ে প্রতিটি ইট অট্টহাসি হাসে, আমি শুধু চেয়ে চেয়ে দেখি !! হঠাৎ ; একটা প্রাণহীন কিন্তু কোমল বাতাসের ঝাপটা মরুতে আন্দোলন তোলে- গা ভাসাই বাতাসের সাথে, কিন্তু হায় - ইকারুসের ডানার যে শুধু ঝাপটানোই সার !! ক্রুদ্ধ- আতংকিত কোরাসে নিজের পতন উপভোগ করি। এযে নিয়তির রানওয়ে, একে এড়ানোর সাধ্য আছে কার !! (কবিতা লিখতে পারি না। একটু আগে অণু-পরমাণুর ছুটাছুটি নিয়ে একটা লেখা পড়তে গিয়ে মাথায় "কেলাস" শব্দটা আসল। সেই থেকে একটা কবিতা লিখার ব্যর্থ চেষ্টা করলাম। কোন ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো সমালোচনা কাম্য। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।