আমাদের কথা খুঁজে নিন

   

নিয়তির খোঁজে

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

রাত্রির মধ্য প্রহরে বারান্দায় দাঁড়িয়ে আছে এক যুবক। ভোলাবালা গোলগাল চেহারায় তার, কি এক প্রাণবন্ত চৈতন্য খেলা করে সারাক্ষণ। চুলগুলো উসকো খুসকো.. অযত্নের ছাঁপ স্পশ্ট। প্রাণবন্ত এক ভাবের উদ্ভাসিত রূপ ঝল ঝল করতে থাকে তার চোখেমুখে সারাটায়। পোষাক আশাকেও সে অন্যদের থেকে আলাদা।

অতি সাধারণ তার চালচলন। তাকে দেখলেই মনে হয়, এ যেন এক মহাধ্যানী যে কিনা আত্মসংযমের ধ্যান শেষ করে এইমাত্র উঠে এল। কোন প্রকার চঞ্চলতাই তার মধ্যে কোনদিন দেখিনি। তার মধ্যে জগতের কোন উদ্বেগ, উৎকন্ঠা খেলা করে না। সে নিতান্তই এক শান্ত নদী, যে কিনা বয়ে চলে নিজ গতিতে নিজ পথে।

কোথাও একটু থামবার কোন অবকাশ নেই তার। অজানা এক নিয়তির খোঁজে সে প্রতিনিয়তই ধাবমান..................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।