আমাদের কথা খুঁজে নিন

   

তুমি এসেছিলে

শাদা পরচুল অন্ধকার

তুমি এসেছিলে তপ্ত দুপুরে আমার ক্লান্তিতে। তীব্র আলোর ক্ষীপ্র তেজে ঝলসে যাচ্ছিল চোখ সেদিন তাই তোমায় দেখা হয়ে ওঠেনি। তুমি এসেছিলে তীব্র শীতের রাতে আমার আলস্যে কনকনে হাওয়ার জমাটভাবে- লেপের ওম ছেড়ে ওঠা হয়নি সেদিন তাই তোমার উষ্ণতা জানা যায়নি। তুমি এসেছিলে শব্দ হয়ে মুঠোফোনে,আমার বধিরতায়। সমস্যা কোথায় ছিল-সংযোগে, না আর কোনখানে বোঝা যায়নি সেদিন তাই তোমার কলহাস্য শোনা হয়নি। তুমি এসেছিলে বৈশাখের বিকেলে,আমার ভীতিতে! আকাশে একরাশ কালো থমথমে মেঘ ঝড়ের প্রবল আশঙ্কা সেদিন তাই তোমার স্নিগ্ধতা উপভোগ্য হয়নি। তুমি এসেছিলে রিমঝিম বর্ষায় আমার আনন্দে ছন্দময় বৃষ্টিতে ভিজতে দারুন লাগছিল আর কোন দিকে চোখ যায়নি সেদিন তাই তোমার চোখের ভাষা পড়া হয়নি। তুমি এসেছিলে স্বপ্নের ঘোরে আমার নিদ্রায় তাই অবচেতনের ছায়ায় তোমার হাত আমি খুঁজে পাইনি সেদিন তাই তোমার নরম বাহু স্পর্শ করা হয়নি রাত্রি:দেড়টা তারিখ: ০৬-০৫-০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।