আমাদের কথা খুঁজে নিন

   

এসেছিলে শিল্পকলায়

অভাগা যেদিকে চায়...!

তুমি এসেছিলে কাছে চুপিসারে নিলয়ে স্পন্দন, শিহরণ ভরা কপোলে জোনাকীর বেশে, মেঘহীন ঘরে শিল্পকলার মুক্তির মিছিলে। তুমি এসেছিলে মায়াবী আলোর খেলায় দিগন্তের উঁচু পাহাড় ঠেলে এই লোকালয়ে, উষ্ণ বাহুর মেলায়, নীরবে-নিভৃতে, তুষের আগুন জ্বেলে। তুমি এসেছিলে কথাহীন কথার ফাঁকে, অবয়বে, ধরণীর সকল জোছনা মেখে আসছে শীতের ঝরা পাতার ডাকে মায়াবী আবীর তোমার, মুগ্ধ মনন দেখে। তুমি এসেছিলে হেমন্তের কচি রোদে আমি আনমনে, কাব্যহীন ছুটির ফাঁদে আস্তাকুঁড়ে, তৃষিত, ব্যথিত চোখে আবদ্ধ সংলাপে, উৎকণ্ঠিত লজ্জা ঢেকে অমৃতের কোলাহল ঢেলে। তুমি এসেছিলে একবুক জলছবি এঁকে বুনো হাঁস, জলকেলি, সাঁঝবাতি পড়শীর জানলার ফাঁকে অন্তহীন অন্ধকারে এ কোন চড়ূইভাতি চোখ মেলে পৃথিবীটা যেন গেছে বেঁকে। তুমি এসেছিলে সবুজের মাঝে হলুদ জমিনে নীল আঁচল জড়িয়ে হৃদয়ের 'দীপ্ত দ্বিপ্রহরে', তুমি এসেছিলে-- তাই পৃথিবীর সীমন্তে আজো রঙ ছড়িয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।