আমাদের কথা খুঁজে নিন

   

তুমি এসেছিলে পরশু

আদর্শটাকে আপাতত তালাবদ্ধ করে রেখেছি...

জীবনের কোন কোন সময় কোন কোন গান মাথার মধ্যে ঢুকে যায়। বাজতে থাকে অবিরত। তখন এই গান শুনতে আর পিসি বা অডিও প্লেয়ার লাগে না, আপনিতেই বাজতে থাকে। হাটতে গেলে, আড্ডায়, খেতে গেলে, ঘুমের মাঝে স্বপ্নে, ক্লাসের মাঝে....সবসময় সবসময় গানটি বাজতে থাকে...এ থেকে মুক্তি মেলার উপায় থাকে না। আমার মাথার ভিতরের হেভী ডিউটি অডিও প্লেয়ারটি দারুন শক্তিশালী। এমনিভাবে শচীনদেবের এই গানটি একবার আমার মাথার মাঝে ঢুকে গিয়েছিল...বেশকদিন ননষ্টপ বেজেছে। আমার অবশ্য কোন সমস্যা হয় নি, প্রায়ই তো এমনিভাবে কোন না কোন গান ঢুকে বসে থাকে। আমার তাতে কোন নিয়ন্ত্রন যদিও থাকে না...তবে মন্দও লাগে না। তুমি এসেছিলে পরশু তুমি এসেছিলে পরশু কাল কেন আসোনি তুমি কি আমায় বন্ধু কাল ভালবাসনি নদী যদি হয়রে ভরাট কানায় কানায় হয়ে গেলে শূন্য হটাৎ তাকে কি মানায় তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখ নি কাল কেন আসোনি কাল ভালবাসনি আকাশে ছিল না বলে হায় চাদের পালকি তুমি হেটে হেটে সন্ধায় আসোনি কাল কি তুমি কি আমায় বন্ধু কাল অভিলাস নি বনে বনে পাখি ডেকে যায় আবোল তাবোল থেকে থেকে হাওয়া ডেকে যায় দিয়ে যায় দোল তুমি কি আমায় বন্ধু একবারও ডাক নি কাল কোন আসোনি কাল ভালবাসনি এন্ড্রু কিশোরের কন্ঠে এইগান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।