আমাদের কথা খুঁজে নিন

   

নাটকের মতো কথা


রাজবাড়ী গিয়েছি। সেখানে এক বাসায় গেলাম। অনেকদিন পর যাওয়া। কতকিছু বদলে গেছে। ছোটরা বড় হয়ে গেছে।

অনেককে চিনি না। নতুন সদস্য এসে বড় হয়ে গেছে। ঢাকায় মহিলা গাড়ীওয়ালারা যত স্বচ্ছন্দে সোনার গহনা পরে বাসার বাহিরে যায় অন্য যাত্রীরা তেমনভাবে পারে না। কিন্তু ঢাকার বাহিরে অনেক জায়গায় দেখি যে, তারা পারে। যদিও বাহিরে, অকারনে তেমন মহিলা/ মেয়ে কমই দেখা যায়।

যে বাসায় গিয়েছি, তাদের বাসায় কথা বলছি। সময় খুবই কম। অল্প সময়ে বেশী কথা বলে কাজ সেরে বের হয়ে যাওয়ার কথা। বেড়াতে গেলে যা হয়। বসেন, এত তাড়া কিসের? মাত্র তো এলেন।

খাওয়া দাওয়া করেন, থাকেন। এমন সময় ঘর থেকে বাড়ীর বউ বের হয়ে এল। বলছে, একি, এনারা দেখি নাটকের মতো কথা বলছে! প্রথমে আমি কথাটা বুঝতে পারি নাই। কি বলছে, কেন বলছে। পরে খেয়াল করে বুঝলাম- সে হয়তো কখনোই শুদ্ধ কথার পরিবেশ পায় নি।

টিভিতে শোনে, নাটকের মাধ্যমে। তাই বাস্তবে তার কানে বাজছে। মনে হচ্ছে, নাটকের মতো কথা বলছি, যা আমাদের জন্য অতি স্বাভাবিক। মনে হলো অনেকেই শুদ্ধ কথার চর্চা করতে চায়, রাখতে চায় কিন্তু পারেনা পরিবেশের জন্য। আঞ্চলিকতা থাকবেই, ঘরোয়া পরিবেশে থাকুক।

কিন্তু শুদ্ধ কথাবার্তার চর্চা বাড়াতে হবে এবং যথাস্হানে প্রয়োগ করতে পারতে হবে যে।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।