আমাদের কথা খুঁজে নিন

   

এ নাটকের শেষ কোথায়?

সত্য কথাটাই বলতে চাই..........যতই অপ্রিয় সত্য হোক অবশেষে পদত্যাগ করলেন মন্ত্রী আবুল........ . কিন্তু সাধে তো আর পদত্যাগ করেনাই!!! বিশ্বব্যাংকর শর্ত্ পূরণেই সরকার তাকে সরিয়ে দিয়েছে!!! আহা রে! যে মানুষটা দুদকের সততার সার্টিফিকেট পায়!!! এমন মানুষ আমরা আর কই পাবো? দেশের মানুষ খুব মিস করবে এই সততার ডিগ্রি অর্জনকারী মানুষটিকে এই পদ্মা সেতু নিয়ে আরো কত নাটক বাকী আছে আল্লাই জানে! শেষ পর্যন্ত প্রমাণিত হলো....পদ্মা সেতু তে এই আবুল দুর্নীতি করেছিল। এই একটি মানুষকে বাঁচাতে গিয়ে সরকার অনেক নাটকের দৃশ্য রচনা করেছিল। সরকার এতদিন বড় বড় সিনেমার ডায়ালগ মেরে আসছিল যে আবুল কোন দুর্নীতি করেনি এবং নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরী হবে। তাতে আমাদের তরুনদের মধ্যে একটা জেদ চেপে বসেছিল। ভিকারীর মত আর কত আমরা দান খয়রাত নেব? আশায় বুক বেধেছিলাম এরকম জাতীয় ইসুতে আমরা সবাই দেশের জন্য কাজ করবো।

আসায় বুক বেধেছিলাম আমরা আর কারও কাছে ভিকারীর মত হাত পাতবো না, সপ্ন দেখেছিলাম আমরা আত্মর্নিভরশীল হবো এবং আত্মমর্যাদাবোধ সম্পন্ন জাতিতে পরিণত হবো। অথচ খুব দুঃখের সাথে লক্ষ্য করলাম এই সেতু নিয়ে চাদাবাজি শুরু হয়ে গেছে। খুন ও হয়ে গেছে!!!!!!!!!!!! এ কোন দেশে বাস করছি আমরা??? প্রধানমন্ত্রীর বড় বড় বুলি এখন কোথায় লুকাবে? তিনি এতদিন পদ্মাসেতু বিষয়ে বিশ্বব্যাংকের বিরোদ্ধে যেসব বক্তব্য দিয়েছেন এবং নিজস্ব অর্থায়নে সেতু বানিয়ে ফেলবেন বলে জাতির সাথে যে এত নাটক করলেন সেসবেরই বা জবাব কিভাবে দেবেন? আমাদের তরুণ সমাজের ইমোশন নিয়ে সরকার ছিনিমিনি খেলেছে......আমাদের সপ্ন দেখিয়ে আবার সে সপ্নকে গলা টিপে হত্যা করা হযেছে!!! আমরা আর কত দিন বিশ্বের কাছে একটা ভিকারীর জাতি হয়ে থাকব? আর কতদিন থাকবে আমাদের এই হাত পাতার মানসিকতা? আর কত আবুলের সৃষ্টি হবে যারা দেশের মান সম্মানকে ধুলোয় মিশেয়ে দিতে জানে? আর কত পদ্মা সেতুর টাকা খেয়ে এই আবুলরা তাদের পেট ফুলাবে? আর কতবার সরকার শুধু রাজনৈতিক সার্থ হাসিল করার জন্য বাংলার সাধারণ মানুষদের সপ্র দেখাবে? আমরা আজ সব দিকথেকে কোণথাসা হয়ে পড়েছি। সীমান্তে পাখির মত মানুষ হত্যা করছে বিএসএফ........অথচ এ নিয়ে যেন সরকারের কিছু করার নেই!!! আজ সারা বিশ্ব দেখল আমাদের র্নিলজ্জতার আরেকটি লক্ষণ। বিশ্বব্যাংকের সাহায্য পেতে মন্ত্রীকে অপসারণ করা হয়েছে যদিও এতদিন তা করা হয়নি।

এ নাটক কবে শেষ হবে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।