আমাদের কথা খুঁজে নিন

   

ফায়ারফক্সের ডাওনলোড ম্যানেজার



ইন্টারনেটে কোন ফাইল ডাওনলোড করার সময় পিসি হঠাৎ বন্ধ গেলে পরবর্তীতে ঐ ফাইলটি নতুন করে ডাওনলোড করতে হয়। আবার অনেক সময় ডাওনলোডের গতি কমে যায়। মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা ’ডাওন দেম অল’ নামের একটি অ্যাডঅন প্রোগ্রামের সাহায্যে এরকম সমস্যা থেকে মুক্তি পেতে। এটি ফায়ারফক্সে ডাওনলোড ম্যানেজারের কাজ করবে। এই অ্যাডঅনটি ডাওনলোড দেম অল ঠিকানা থেকে নামিয়ে নিনএখন ফায়ারফক্স পুনরায় চালু করুন (রির্স্টাট)।

এরপর থেকে কোন ফাইল ডাওনলোডে করতে গেলে DownThemAll! নামের একটি অপশন পাবেন। DownThemAll! অপশনে ক্লীক করে অ্যাডঅনটির সাহায্যে ডাওনলোডের কাজ করুন। এর ফলে ডাওনলোড চলাকালীন অবস্থায় হঠাৎ পিসি বন্ধ হয়ে গেলে পরবর্তীতে নতুন করে ঐ ফাইল ডাওনলোড করতে হবে না। পূর্বে যতটুকু ডাওনলোড হয়েছিলো ততটুকু থেকেই আবার ডাওনলোড শুরু হবে। এই প্রোগ্রামটি স্বাভাবিকের চেয়ে দ্রুত গতিতে ডাওনলোড প্রক্রিয়া সম্পন্ন করে।

এতে ডাওনলোড ম্যানেজারের সকল সুবিধা পাওয়া যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.