আমাদের কথা খুঁজে নিন

   

ফায়ারফক্সের গতি বাড়ানোর উত্তম এক পদ্ধতি

মন খুলে কথা বলুন....

অনেকদিন পর আবার আসলাম লিখতে... এই পোষ্ট আসলে আমি লিখি নাই এটা আরেকজনের পোষ্ট। হয়তোবা অনেকে জানে না এই বিষয় তাই এখানে এটা তুলে দিলাম আর নীচে এর মেইন পোষ্টের লিংটা দিয়ে দিলামঃ Click This Link দয়া করে কেউ রাগ করবেন না আর এই পোষ্টে মাইনাস দিলে আমিও কিছু মনে করব না কারন এটা একটা কপি পেষ্ট পোষ্ট... বাংলাদেশের স্লো ইন্টারনেটের কারনে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এজন্য আমরা অনেকেই Opera ব্রাউজারের Turbo ব্যবহার করে থাকি। তবে অনেকেই হয়তো খেয়াল করেননা যে, Opera ব্রাউজারের Turbo ব্যবহারের ফলে যারা ১ গিগাবাইট বা ৩ গিগাবাইট এর মত লিমিটেড ইন্টারনেট ব্যবহার করে, তারা অনেক সমস্যার সম্মুখীন হয়। কারন Turbo ব্যবহারের ফলে ইন্টারনেট খুব দ্রুত শেষ হয়ে যায়।

কিন্তু আমরা চাইলে কোন ঝামেলা ও অ্যাডিশনাল সফটওয়্যার ছাড়া খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারি। এজন্য প্রয়োজন শুধুমাত্র Mozilla Firefox ইন্টারনেট ব্রাউজার এবং মাইক্রোসফট উইন্ডোজের যে কোন অপারেটিং সিস্টেম। তবে ফায়ারফক্সের সর্বশেষ ভার্সনগুলো থাকলে ভাল হয়। খুব সহজেই ইন্টারনেটের গতি বাড়ানোর পদক্ষেপ সমূহঃ- ১. প্রথমে Mozilla Firefox ব্রাউজারটি Open করুন। ২. এবার Address Bar -এ যেয়ে about:config লিখে Enter করুন।

৩. এরপর একটি Warning Messsage দেখাবে। সেখানে I’ll be careful -এ দিয়ে Enter করুন। ৪. এরপর about:config -এর Page টি আসবে। সেখানে Filter এ Pipelining লিখে Search দিন অথবা Pipelining এর অপশনগুলো খুজে নিন। ৫. এবার সেখান থেকে network.http.pipelining -এর Value পরিবর্তন করে false থেকে true করে দিন এবং network.http.pipelining.maxrequests -এর Value পরিবর্তন করে 4 থেকে 10 করে দিন।

৬. লক্ষ্য রাখতে হবে যে network.http.pipelining.maxrequests -এর Value কখনোই 10 এর বেশি দেয়া যাবেনা। সেক্ষেত্রে ফায়ারফক্স ফ্রিজ হবার সম্ভাবনা থাকে। ৭. এবার ফায়ারফক্স এর File এ যেয়ে Exit দিন। ৮. তারপর আপনার ইন্টারনেট কানেকশন ম্যানেজার -এ যান। ৯. সেখান থেকে আপনার default connection অর্থাত আপনি যে connection টি ব্যবহার করেন, তার Properties এ যান।

১০. সেখানে প্রথমেই থাকা General ট্যাব এর Configure -এ ক্লিক করুন। ১১. এবার Maximum speed (bps) পরিবর্তন করে সর্বোচ্চ মান অর্থাত 921600 -এ দিয়ে OK দিয়ে বেড়িয়ে আসুন। ১২. তারপর আপনার কম্পিউটারটি Restart করুন। এবার আপনি নিজেই Mozilla Firefox এর সাহায্যে ইন্টারনেটে ব্রাউজ করে দেখুন গতি কতটা বেড়েছে! আসলে আমি নিজে এইটা ট্রাই করে দেখেছি তাই আমি এই পোষ্ট অন্যদের জানার জন্য তুলে দিলাম। আশা করি এটা আপনাদের কাজে আসবে।

এর আসল লেখক অনেক ভালোই কাজ করেছেন এই পোষ্ট দিয়ে এজন্য উনাকেও ধন্যবাদ জানাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.