আমাদের কথা খুঁজে নিন

   

ছোটগল্প নিয়ে কবিতা লিখতে চেয়েছি

ব্লগে আসার বা থাকার কোন কারন খুজে পাই না,তবু পুরনো টানে বার বার আসি সামুতে

একটি কবিতা লিখতে চেয়েছি ছোটগল্প নিয়ে বুর্জোয়া সমাজব্যবস্থার ফসল হয়েও তাকেই করেছে করাঘাত, তারই রোগ ও ক্ষয়কে করেছে শনাক্ত, ব্যক্তিসর্বস্বতার স্যাতস্যাতে কোটরকে করেছে স্পষ্ট। রবীঠাকুর আর তার পরবর্তীরা যা করেছে মহান, তুলির স্পর্শের মত আলোকিত হয়েছে ব্যক্তির সমস্যা সংকট কাঁতরাতে কাঁতরাতে চেয়ে গেছে সমাধান। কোথায় আজ ছোটগল্পের সমাহার! যদিও উন্নত হয়েছে সাহিত্যের পদচারনা ছোটগল্পের স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য করে হাহাকার। একদিন জাগবে নতুন কোন মহানায়ক স্পন্দিত হবে, ছন্দিত হবে, শিহরিত হবে, ছোটগল্পে জ্বালাবে নতুন মশাল সৃষ্টি হয়ে থাকবে অমর আমাদের এই মহাকাল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।