আমাদের কথা খুঁজে নিন

   

একটি ঈদ পরবর্তী পোস্ট : আমাদের গরুটা মহেশের মত ভালো ছিল, মোহনা টিভির নিউজ এডিটর কই আর আজ এক সরকারের জন্মদিন



ঈদের আগে আমার ফেসবুকে একটা ষ্টেটাস দিয়েছিলাম, আজ দীর্ঘক্ষণ রাজপথে চাপাতি নিয়ে ঘুরলাম। ষ্টেটাসটি দেখে অনেকে মনে কষ্ট পেয়েছিলেন। সে জন্য ঈদ শেষে সকল বন্ধু, বড় ভাই, ছোট ভাই, শুভানধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, শিল্পী, কুশলী সকলের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। এবার আসি আমাদের গরু প্রসঙ্গে। আমাদের গরুটা মহেশের মত ভালো ছিল, তার কাছেও আমার দুঃখ প্রকাশ করা দরকার।

কারন ঈদ পালন এবং ধর্মীয় বিধান মানতে গিয়ে তাকে কোরবাণী করতে হয়েছে। উল্লেখ্য তাকে কোরবাণীর জন্যওই ক্রয় করা হয়েছিল। যেহেতু আমি অনেকের মত এই নিয়ম পালণকে নির্মম পশু হত্যা বলে মনে করিনা। তাই আমার সেরকম অনুশোচনা নেই। ধর্মে সামান্য হলেও আনুগত্য আছে আমার।

দিনের পর দিন হাটে মাঠে ঘাটে পশু কোরবাণীতে মমত্ব না থাকলেও এইখানে অনেকে কেমন করে যেন জ্বলে উঠেন। তবে এই জ্বলাটা আমি লক্ষ্য করেছি বাড়ীর চুলা জ্বলা পর্যন্তই বহাল থাকে। বাড়ীর চুলা নিভে গেলেই মানে রান্না হয়ে গেলেই তা শেষ। রান্নার আগ পর্যন্ত অনেকে কোরবাণীর এই ঈদকে নির্মম, পশু হত‌্যার উৎসব বলে জাহির করেন...রান্নার পর মুখ ভর্তি মাংস থাকায় তাদের কথা আর শোনা যায় না। ঈদের পরে তাদের সাথে দেখা হলেও একটা আলাদা অনুভূতি লক্ষ্য করা যায়।

অন্যদের মত অধিক খাওয়ার ফলে তাদের সাথে কোলাকুলিতে বাধা হয়ে আসে তাদের সম্প্রতি বৃদ্ধি পাওয়া ভুড়ি। এবার আরো একটা প্রসঙ্গে আসি। ঈদ পালন এবং এরপর ভ্রমণ কার্য শেষে বাড়ী ফিরে আজই প্রথম টিভি দর্শন। এবং প্রথমে দর্শিত হলো মোহনা টিভি। পাঁচ মিনিট তাদের খবর দেখলাম।

দেখে মনে হল তাদের নিউজ এডিটর ছুটিতে। কারণ পাঁচ মিনিটে ছয়টা রিপোর্টই ছিল প্রধাণ বিচারপতির বাড়ীতে বোমা হামলা নিয়ে। যা অন্য চ্যানেলগুলো একটা বা দুটোর বেশি করেনি। মনে হয়ছে নিউজ এডিটর না থাকায় কেউ বলে দিয়েছে যে যা পাও নিউজ নিয়ে আসো। সবাই সেভাবেই ছুটে গেছে, নিউজ সংগ্রহ করেছে এবং এসে দেখে সবারটা এক বিষয়ের উপরই হয়ে গেছে।

যাক তাদেরও বাদ দেই। ঈদের চতুর্থ দিন আজ এখনো মন খারাপের সময় আসেনি। কারন ছয় দিনের ঈদ আনন্দ আয়োজন নিয়ে টিভি চ্যানেলগুলোর এখন যৌবন সময় চলছে। এবার গোলাপ ফুল মার্কা ঢেউটিন জন্মদিনের খবর। সরি, জন্মদিনের খবর।

টিভি সংবাদের ওইসব বিজ্ঞাপন দেখতে দেখতে মুখে চলে এসছে। ফেসবুক জানালো আজ এক সরকারের জন্মদিন। নিশ্চয় সরকার শুনে অনেকে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন। আওয়ামী লীগ সরকার হলে আমি মাইনাস দিমু। বিএনপি সরকার হলে আমি মাইনাস দিমু।

না দ্বিধা বিভক্তির কোনও কারণ নাই আজ ব্লগার জয় সরকারের জন্মদিন। নচিকেতাসহ অনকে গায়কদের উপর বিশেষজ্ঞ এই ব্লগারের জন্মদিনে অনেক অনেক শুভচ্ছো। জয় সরকার আপনি বেঁচে থাকুন আমার আয়ুর চারগুণ। ছবি : ফেসবুক দেখালো এইটাই জয় সরকার। তাই আরো খোঁজ তার ছবি প্রকাশ থেকে বিরত থকালাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.