আমাদের কথা খুঁজে নিন

   

লর্ড কম্বারমেয়ারের ভূত


খানিকটা মনোযোগ দিয়ে ছবিটি দেখুন...বাম পাশের চেয়ারটিতে কে যেন বসে আছে...পুরোপুরি দেখা না গেলেও তার মুখমন্ডল এবং ডানহাতটি স্পষ্ট..যদি ভূতে বিশ্বাস করেন তাহলে আপনি দেখছেন লর্ড কম্বারমেয়ারের ভূতকে... ১৮৯১ সালে সিবেল করবেট নামে এক ভদ্রলোক কম্বারমেয়ার অ্যাবি লাইব্রেরী থেকে এই ছবিটি তোলেন। কম্বারমেয়ার অ্যাবির(ধর্মাশ্রম) অবস্থান ইংল্যান্ডের চেশায়ার শহরে। বেনেডিক্টাইন সন্ন্যাসীরা এটি প্রতিস্ঠা করেন ১১৩৩ খ্রিস্টাব্দে। ১৫৪০ খ্রিস্টাব্দে কিং হেনরী VII বেনেডিক্টাইনদের অ্যাবি থেকে বিতাড়িত করেন। অ্যাবিটি পরবর্তীতে স্যার জর্জ কটন (কিং হেনরী VIII এর পুত্র) এর অধীনে আসে।

তার উত্তরসুরি Sir Stapleton coton "লর্ড কম্বারমেয়ার" উপাধি গ্রহন করেন এবং ১৮১৭ সালে তিনি বারবাডোজের গভর্নর হন। লর্ড কম্বারমেয়ার ব্রিটিশ ক্যাভেলরি (অশ্বারোহী সেনাদল) এর কমান্ডার হিসেবে ১৯ শতকে বহু সেনা অভিযানে সাহসিকতার পরিচয় দেন। লর্ড কম্বারমেয়ার মারা যান ১৮৯০ সালে,ঘোড়ায় টানা গাড়ির সাথে ধাক্কা লেগে। সিবেল করবেট যখন কম্বারমেয়ার অ্যাবি লাইব্রেরীতে তার এই ছবিটি তোলেন,তখন প্রায় ৪ মাইল দুরে তার অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল। অনেকেই এটা ধারনা করেন যে হয়ত কোন এক ভৃত্য তখন রুমে এসেছিল এবং চেয়ারে বসেছিল যার ফলশ্রুতিতে এই ছবি...কিন্তু হাউসহোল্ড মেম্বাররা এই ধারনা নাকচ করে দিয়ে নিশ্চিত করেন যে অন্ত্যেষ্টিক্রিয়ায় তখন সবাই উপস্থিত ছিল.. পাদটীকা : রহস্যপ্রেমীদের উৎসাহ আরেকটু বাড়িয়ে দেই।

লর্ড কম্বারমেয়ারের সাথেই আরেকটি প্যারানরমাল ঘটনা জড়িত। সেটি হল "Moving Coffins" of Barbados. পরে এ নিয়ে বিস্তারিত লিখবো... Combermere Abbey
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.