আমাদের কথা খুঁজে নিন

   

লর্ড অফ দ্যা রিংস - ১

জীবন গঠনে নিজেস্ব প্রতিক্রিয়ার দায় বেশি, ঘটে যাওয়া ঘটনার ভূমিকা সামান্য।

আমি ফ্যান্টাসি পছন্দ করি না, নিজেকে এত দিন এই বলে আসছিলাম। সেই সূত্রেই লর্ড অফ দ্যা রিংস দেখা হয় নি আগে। ৫ বছর আগে, যখন লর্ড অফ দ্যা রিংস নিয়ে তুমুল হই চই, তখন দেখা শুরু করেছিলাম। মনে আছে, এক ছুটির দিনে কম্পিউটারের সিডি রোমে লর্ড অফ দ্যা রিংসের প্রথমটা দেখলাম খুব বোরডম নিয়ে।

শেষ করতে পারি নি। বিরক্ত হয়ে বন্ধ করে দিয়েছি। এর পরে লর্ড অফ দ্যা রিংসে আর ফিরেও তাকাই নি। ফ্লীনের খুব পছন্দের মুভ্যি লর্ড অফ দ্যা রিংস। ইমুর বেশি ভালো লেগেছে বইটা।

অনেক দিন ধরেই বলছিল আমাকে দেখার কথা। অ্যাশ আপু নিজের লর্ড অফ দ্যা রিংসের ডিভিডিটা হাতে ধরিয়ে দিল, যেন অবশ্যই দেখি। সে মাসখানেক আগের কথা। বাসায় এনে রেখে দিয়েছিলাম, 'ফ্যান্টাসি' তাই দেখতে ইচ্ছা হচ্ছিল না। আজকে দেখলাম লর্ড অফ দ্যা রিংস ১, দ্যা ফেলোশিপ অফ দ্যা কিং।

অসম্ভব ভালো লেগেছে! বাকি দু'টো দেখতে হবে অতি সত্ত্বর কিন্তু ৩ ঘন্টার একেকটা মুভ্যি এক দিনে একটার বেশি দেখলে বদ হজম হবে! যারা দেখে ভালোবেসেছেন, তারা একটু বলুন তো মুভ্যিটা কেন ভালো লাগে? ফ্যান্টাসি মানেই তো রূপকথা, তবু কেন ভালো লাগে? আমরা তো এখন আর ছোট নেই! সেই ছোটবেলায় (৫ বছর আগে) যেখানে আমার ভালো লাগে নি, এখন কেন ভালো লেগেছে? খুব ক্রিয়েটিভ তাই? ক্রিয়েটিভিটি সব সময় যে ভালো লাগে তা তো না, মাঝে মাঝে তুমুল আঁতলামি মনে হয়। গ্যাবরিল গার্সিয়া মার্কোজের 'হানড্রেড ইয়ারস অফ সলিচুড' অর্ধেক পড়ে এখন বিরতি নিচ্ছি। বেশি বেশি আঁতলামি। কিন্তু এই মুভ্যির ক্রিয়েটিভি, সম্পূর্ণ ভিন্ন একটা পৃথিবী... মিডল আর্থের সৃষ্টি কিন্তু ভালো লাগলো! চমৎকার এনিমেশনের বদৌলতে মিডল আর্থের অংশ হয়ে যাওয়া যায় খুব সহজেই! তাছাড়া মানুষের মানবিক গুণাবলী, দুর্বলতা, জীবনের সব সংকট আর সংগ্রাম, খুব বড় পরীক্ষায় ঠিক সিদ্ধান্ত নেয়া, নিজের সাথে যুদ্ধ করা, ঠিক সময়ে ঠিক কাজটুকু করা...খুব ক্ষুদ্র হয়ে পাহাড়সম দায়িত্ব কাঁধে নেয়া, বীরত্ব অর্থই যে মনে কখনও ভয় ঢুকবে না তা না, সে তো মানুষ হওয়ার চিহ্ন... বরং সেই ভয়ের মুখোমুখি হয়েও ঠিক কাজটুকু করাই হচ্ছে সত্যিকারের বীরত্ব... এসব আমাদের প্রত্যেকের নিজেদের জীবনের কথা বলে। যে কোন সময়ের, যে কোন দেশের মানুষের কথা বলে।

এজন্য হয়তো ভালো লেগেছে! আপনার কি মনে হয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.