আমাদের কথা খুঁজে নিন

   

লর্ড মাউন্ট ব্যাটনের ভবিষ্যৎ বানী সফল হইলে আমি কি পাইতাম



বেটা লর্ড মাউন্ট ব্যাটেন যাওনের সময় নাকি ভবিষ্যত বানী ঝাড়ছিল, দুই পাকিস্থান ২৫ বছর টিকতনা, বউ আরেকজনের লগে লাইন মারে যার হেই বেডা ক্যামনে এত সুন্দর ভবিষ্যৎ দেখতে পাইছিল জানি না। হেই ব্যাডা আরেকখান কথাও কইছিল, পুর্ব পাকিস্থান পরের ২৫ বছরের মধ্যে ভারতের সাথে যোগ দেবে। এই সময়টার ব্যাপারে বেটা মহাভূল করছে। যার খেসারত আমি দিতাছি। বাংলাদেশ ভারতের সাথে যোগ না দেয়ায় আমি যে সব অসুবিধার মধ্যে পড়ছি, হেইডার কথাগুলো বলি।

কেউ আবার আমারে রাজাকার আখ্যা দিয়েন না। কপোতক্ষ নদীর ধারে নানার বাড়ী। ছোটকালে দেখতাম চকচকে পানিতে ভরা। মাটি পর্যন্ত দেখা যায়তো। এখন সেখানে বাড়ী ঘর হইতাছে।

গোসল করিতে পারি না কপোতক্ষে। টিউবওয়েলে গোসল করতে হয়। আর টিউবওয়েলের পানিতে আইরন থাকে। ফলশ্রুতিতে আমার মাথার চুল পড়তাছে। একই ঘটনা আমার বাড়ীতেও।

বেত্রাবতীর ধারে বাড়ী। শুকাইয়া গ্যাছে। আজ যদি বাংলাদেশ আর ভারত এক হইতো, তাইলে হয়তো তারা ৫২ টা নদীর বাধ খুলে দিত। তাইলে গোসল কইরে শান্তি পেতাম। ৯৭ সালে সিঙ্গাপুর ইউনিভার্সিটিতে ভর্তির টেরাই মারছিলাম।

দেশে নেট খুজে পাইনি। বাধ্য হয়ে বাগান পাসপোর্টে ভারত গমন অতপর এ্যাপ্লাই। এখন ২০১০ সাল। দেশে নেট ব্যবহার অনেক বেড়েছে। কিন্তু ভারতে অলরেডি মোবাইলে 3g দিছে।

আজ যদি ভারত বাংলাদেশ এক হতো। তাইলে অবশ্যই আমার এলাকায় BSNL টাওয়ার থাকত। নিশ্চিত্নে 3g ব্যবহার করতে পারতাম। ভারতে বহুতবার বেড়াতে গেছি। হেরা হেরোইনেও আসক্ত না, ফেন্সিডিলও খাই না।

তবে চোলাই মদের আড্ডা বসে। আজ যদি ভারত বাংলাদেশ এক হয়তো তাইলে ফেন্সিডিল আর হেরোইনের চালান আসা বন্ধ হতো। বিএনিপ ক্ষমতায় গ্যালে আওয়ামী লীগ বলে দেশ বেইচা দিল ভারতের কাছে। একই কথা বিএনপি ও বলে আওয়ামী লীগের সময়। এক দেশ হইলে এই কাউজা আর থাকতো না।

দেশের টেরেন ব্যবস্থা যা। দেশ এক হইলে ৪/৫ দিন টেরেনে ভ্রমন কইরা কাশ্মির হইতে আপেল খাইতে যাইতে পারতাম। আর কি সুবিধা পাইতাম মনে আইতাছে না--------পরে কমুনে। পূর্বে প্রকাশিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.